আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ বড় চমক। ইংলিশ অধিনায়ক জো রুটকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করলেন মাত্র ২০ টেস্ট খেলা মার্নাস লাবুশানে। সদ্য প্রকাশিত ব্যাটারদের আইসিসি টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী ৯১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করলেন এই অজি ব্যাটার।
১৯৪৮ সালে জর্জ হেডলি মাত্র ২০ ম্যাচ খেলে সর্বোচ্চ ৯১৫ পয়েন্ট অর্জন করেছিলেন। মাত্র তিন পয়েন্টের জন্য জর্জ হেডলির সেই রেকর্ড ছুঁতে পারলেন না মার্নাস লাবুশানে। তবে রুট, স্মিথ, উইলিয়ামসনদের অনেকটাই পেছনে ফেলে নজির গড়লেন লাবুশানে।
চলতি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন মার্নাস লাবুশানে। এখনও পর্যন্ত খেলা দুটি টেস্টে ২২৮ রান করেছেন। সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তিনিই। আর অ্যাসেজের মঞ্চে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার স্বরূপ রুটকে পেছনে ফেলে টেস্ট র্যাঙ্কিং-এর শীর্ষস্থানে উঠলেন লাবুশানে।
২০ টি টেস্ট ম্যাচ খেলা লাবুশানের পয়েন্ট ৯১২। দ্বিতীয় স্থানে থাকা জো রুটের সংগ্রহ ৮৯৭। তৃতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের পয়েন্ট ৮৮৪। ৮৭৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কেন উইলিয়ামসন এবং ৭৯৭ পয়েন্টের সাথে পঞ্চম স্থানে ভারতের রোহিত শর্মা। ৭৫৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন