এজবাস্টন টেস্টে ভারত হারলেও ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন ঋষভ পান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান। এই অনবদ্য ইনিংসের পুরস্কার পেলেন ঋষভ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক লাফে পাঁচ ধাপ এগিয়ে এসে শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। পান্তের উন্নতির দিনে ২৫০৩ দিন পর প্রথমবার শীর্ষ দশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। চার ধাপ পিছিয়ে ১৩ নম্বরে রয়েছেন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে তাক লাগানো উন্নতি ঘটেছে ইংলিশ তারকা জনি বেয়ারিস্টোর। ২০১৮ সালের পর প্রথমবার প্রথম দশে জায়গা করে নিয়েছেন এই ব্রিটিশ ক্রিকেটার।
আইসিসির নতুন প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। ৮২৬ রেটিং পয়েন্ট নিয়ে অজি তারকা স্টিভ স্মিথ রয়েছেন তৃতীয় স্থানে এবং ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে পাক তারকা বাবর আজম। বাবরের ঠিক পরেই রয়েছেন ঋষভ পান্ত। ঋষভের রেটিং পয়েন্ট ৮০১।
দীর্ঘদিন ধরে রানের খরা কাটিয়ে উঠতে পারছেন না বিরাট কোহলি। যে কারণে টেস্ট র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেলেন তিনি। ৭১৪ রেটিং পয়েন্ট নিয়ে চার ধাপ নীচে নেমে ১৩ নম্বর স্থানে ভারতের প্রাক্তন অধিনায়ক। রোহিত শর্মারও অবনতি ঘটেছে টেস্ট র্যাঙ্কিংয়ে। একধাপ নীচে নেমে ৯ নম্বর স্থানে রয়েছেন তিনি।
এজবাস্টন টেস্টে জোড়া শতরান হাঁকানো জনি বেয়ারিস্টো চরম উন্নতি ঘটিয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ে। ব্রিটিশ উইকেট কিপার ব্যাটার ২০১৮ সালের পর প্রথমবার জায়গা পেলেন শীর্ষ দশে। ১১ ধাপ উঠে এসেছেন তিনি। সম্প্রতি চূড়ান্ত ফর্মে রয়েছেন বেয়ারিস্টো। চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে ৬ টি শতরান করে ৫৫.৩৬ গড়ে রান করেছেন ১২১৮। অথচ নিউজিল্যান্ড সিরিজের আগে ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৪৭ নম্বরে ছিলেন তিনি। চার ম্যাচে চারটি শতরান করে বেয়ারিস্টো জায়গা করে নিলেন দশম স্থানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন