ICC Women's ODI Rankings: লিজেল্লে লি নেমে এলেন দ্বিতীয় স্থানে, একক ভাবে শীর্ষে ভারতের মিতালি

দ্য প্রকাশিত আইসিসি র‌্যাংকিং অনুযায়ী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখলেন তিন ফরম্যাটে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করা ভারতের মহিলা দলের অধিনায়ক।
মিতালি রাজ
মিতালি রাজছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
Published on

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করেছেন মিতালি রাজ। দলকে জয় এনে দিতে না পারলেও ব্যক্তিগত ভাবে মিতালির প্রদর্শন তাঁকে রেখেছে শীর্ষস্থানে। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাংকিং অনুযায়ী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখলেন তিন ফরম্যাটে দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করা ভারতের মহিলা দলের অধিনায়ক। গত সপ্তাহে প্রকাশিত আইসিসি র‌্যাংকিং অনুযায়ী মিতালির সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার লিজেল্লে লি। তবে এবার লি নেমে এসেছেন দ্বিতীয় স্থানে। ৭৬২ রেটিং পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে মিতালি। ৭৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকান লি।

মিতালির শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি শীর্ষ দশে নিজের ক্রম উন্নতি হয়েছে ওপেনার স্মৃতি মন্ধনার। দু ধাপ ওপরে উঠে ৭ নম্বরে এসেছেন তিনি। স্মৃতির রেটিং পয়েন্ট ৭০১। মহিলাদের ওডিআই ব্যাটিং র‌্যাংকিংএ চমক দেখিয়েছেন অ্যামি সাতেরথাউআইত। নিউজিল্যান্ডের অ্যামি সাতেরথাউআইত প্রবেশ করেছেন শীর্ষ পাঁচে। তাঁর রেটিং পয়েন্ট ৭২৬। ব্যাটিং-এর ক্রম তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার আলিসা হিলি, ইংল্যান্ডের টামি বেউমাউন্ট।

বোলারদের ক্রমতালিকায় একধাপ এগিয়ে চতুর্থ স্থান দখল করেছেন বাংলার ঝুলন গোস্বামী। ঝুলনের রেটিং পয়েন্ট ৬৯৪। ভারতীয়দের মধ্যে শীর্ষ দশে রয়েছেন পুনম যাদবও। ৯ নম্বরে থাকা পুনমের রেটিং পয়েন্ট ৬১৭। বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জেস জোনাসেন। এই অজি তারকার রেটিং পয়েন্ট ৮০৮। এই বিভাগে দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মেগান স্কাট, দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ এবং দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

অন্যদিকে অল রাউন্ডারদের মধ্যে ওডিআই ক্রমতালিকায় ভারত থেকে শীর্ষ দশে রয়েছেন একমাত্র দীপ্তি শর্মা। ৩৩১ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ ওপরে উঠে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in