সদ্য সমাপ্ত হয়েছে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। তার দু'দিনের মধ্যেই প্রকাশিত হলো মহিলাদের ওডিআই ক্রমতালিকা। মঙ্গলবার প্রকাশিত আইসিসি মহিলা র্যাংকিং-এর ব্যাটারদের তালিকায় নিজের জায়গা হারালেন ভারতের অধিনায়ক মিতালি রাজ। একধাপ নীচে নেমে সপ্তম স্থানে পৌঁছালেন তিনি। তবে মিতালি পিছিয়ে পড়লেও ক্রমতালিকায় উন্নতি ঘটিয়েছেন স্মৃতি মন্ধনা। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি। ব্যাটারদের র্যাংকিং-এ শীর্ষ দশের মধ্যে এই দুই ভারতীয়ই রয়েছে। স্বপ্নের বিশ্বকাপ কাটিয়ে এক লাফে চার ধাপ ওপরে উঠে শীর্ষস্থান দখল করেছেন অ্যালিসা হেলি।
রবিবার শেষ হওয়া মহিলাদের বিশ্বকাপে ভারত অধিনায়ক মিতালি রাজ একেবারেই অফ ফর্মে ছিলেন। ৭ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৮২ রান। যার ফলে ৬৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকায়ও পিছিয়ে পড়তে হয়েছে মিতালিকে। যেখানে ওপেনার স্মৃতি মন্ধনা ৭ ম্যাচে করেছেন ৩২৭ রান। ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি।
মহিলাদের বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হেলি। স্টার্ক পত্নী ৯ ম্যাচে করেছেন ৫০৯ রান। ফাইনালে ১৭০ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। বিশ্বকাপে এই দুরন্ত প্রদর্শনের সুবাদেই চার ধাপ ওপরে উঠে সিংহাসন দখল করেছেন অজি উইকেট কিপার। ৭৮৬ রেটিং পয়েন্ট তাঁর।
বোলারদের ক্রমতালিকায় শীর্ষ দশে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ঝুলন গোস্বামী। ৬৬৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়েছেন তিনি। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি এক্সেলেস্টোন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন