টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে রীতিমতো চাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষ চারে উঠতে হলে নির্ভর করতে হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচের উপর।
রবিবার অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে পরাজিত হয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ১৫১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৪২ রান করে ভারত। ফলে সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল ভারতের কাছে। সোমবার সন্ধ্যা ৭.৩০টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান মহিলা ক্রিকেট দল। সেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে ভারত।
এই মুহূর্তে গ্রুপ এ-র শীর্ষ স্থানে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচেই জয় নিয়ে ৮ পয়েন্ট রয়েছে অজিদের। সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হার নিয়ে ৪ পয়েন্ট হরমনপ্রীতদের। রান রেট +০.৩২২। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। কিউইদের রান রেট +০.২৮২। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের রান রেট -০.৪৮৮ এবং ৪ ম্যাচের সবক'টি হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা।
সেমিফাইনালে যোগ্যতা অর্জনের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নির্ভর করতে হবে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের উপর। নিউজিল্যান্ড যদি পাকিস্তানকে পরাজিত করে তাহলে পয়েন্টের নিরিখে শেষ চারে উঠে যাবে। আর পাকিস্তান যদি বিরাট ব্যবধানে জেতে তাহলেই সেমিফাইনালে চলে যাবে তারা রান রেটের নিরিখে। ভারতকে শেষ চারে উঠতে হলে পাকিস্তানকে কম ব্যবধানে ম্যাচ জিততে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন