ক্রাইস্টচার্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিলো অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। এই বিশ্বকাপের আসরে একটিও ম্যাচ না হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হলো অজিরা। ব্রিটিশ মহিলা দলকে ৭১ রানে হারিয়ে রেকর্ড সপ্তম বার বিশ্বকাপ জিতলো ব্যাগি গ্রিনরা। ১৭০ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচে সেরার পুরস্কার জয়ের পাশাপাশি, টুর্নামেন্ট সেরার সম্মান পান অ্যালিসা হেলি।
ইংল্যান্ডকে এদিন ফাইনালে লড়াই করার কোনো সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া। ইংল্যান্ড টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠালে ওপেনিং জুটিই অস্ট্রেলিয়াকে বড় রানের দিকে এগিয়ে দেন। প্রথম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ গড়েন হেলি-হেইনস জুটি। ৯৩ বলে ৬৮ রান করেন হেইনস। হেইনস আউট হয়ে ফিরে যাওয়ার পর মাত্র ৪৭ বলে ৬২ রানের ঝড়ো এক ইনিংস খেলেন বেথ মুনি।
রবিবার অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে ম্যাচের সমস্ত রং কেড়ে নিয়েছেন অ্যালিসা হেলি। ১৩৮ বলে ১৭০ রানের এক ঐতিহাসিক ইনিংস খেলেন তিনি। যে কোনো বিশ্বকাপ ফাইনালে এটিই সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস। ২৬ টি বাউন্ডারির মাধ্যমে সাজানো হিলির এই ইনিংস দেখে দর্শকদের পাশাপাশি মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে স্ত্রীকে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন অজি পেসার মিচেল স্টার্ক। হেলি-হেইনস-মুনির অনবদ্য ইনিংসের দৌলতে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ ব্যাটারদের দ্রুত পতনের মাঝে একা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন নাটালি স্কিভার। প্রথম ইনিংসে গড়া অ্যালিসা হেলির রেকর্ড প্রায় ভেঙেই দিচ্ছিলেন স্কিভার। তবে অন্যদিকে সঙ্গ দিতে পারেননি কেউই। ২৮৫ রানে অল আউট হয়ে যায় পুরো ব্রিটিশ বাহিনী। স্কিভার অপরাজিত থাকেন ১৪৮ রানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন