মহিলাদের বিশ্বকাপে স্বপ্নের সফর করছিলো দক্ষিণ আফ্রিকা। লীগ পর্বে কেবলমাত্র একটি ম্যাচেই হেরেছিলো। তবে সেমিফাইনালে ফেভারিট হয়েও শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হলো প্রোটিয়াদের। লীগ পর্বে অনেক বাধা পেরিয়ে এসে সেমিফাইনালে বাজিমাৎ করলো ইংল্যান্ড। প্রোটিয়াদের ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন হেদার নাইটরা। আগামী রবিবার মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে ফেলে। ব্রিটিশদের হয়ে এই ম্যাচে দুরন্ত শতরান করেন ড্যানিয়েল ওয়াট। ১২ টি বাউন্ডারির মাধ্যমে ১২৫ বলে ১২৯ রানের অসাধারণ ইনিংস আসে ওয়াটের ব্যাট থেকে। এছাড়াও ৭২ বলে গুরুত্বপূর্ণ ৬০ রান করেন ডাঙ্কলে। অন্যান্য ব্যাটাররা তেমন ছাপ ফেলতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি উইকেট তুলে নেন ইসমাইল। জোড়া উইকেট নেন কাপ ও মাসাবাতা ক্লাস। একটি উইকেট নেন আয়াবঙ্গা খাকা।
সেমিফাইনালের মঞ্চে ২৯৪ রান মানেই পাহাড় প্রমাণ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার লিজলি লী(২) ও লরা উলভার্ডট(০) শুরুতেই ফিরে যাওয়ার পর ব্যাকফুটে চলে যায় দক্ষিণ আফ্রিকা। লারা গুডল(২৮) ও সানে লুস(২১) প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ পারেননি। এরপর ব্রিটিশদের হয়ে বল হাতে জাদু দেখাতে থাকেন সোফি একলেস্টোন। মিডিল অর্ডারকে ভেঙে গুঁড়িয়ে ফেলেন একা হাতেই।
একে একে মারিজানে কাপ(২১), কোলে ট্রিয়ন(৩), মিগনন ডু প্রিজ(৩০), শাবনিম ইসমাইল(১২), মাসাবাতা ক্লাস(৩), তৃষা শেট্টিরা(২১) সকলেই একলেস্টোনের শিকার হয়ে ফিরে যান। একলেস্টোন এই ম্যাচে ৮ ওভার বল করে মাত্র ৩৬ রান খরচ করে তুলে নেন ৬ উইকেট। তাঁর দাপটেই মাত্র ১৫৬ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন