সদ্য সমাপ্ত হয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারিয়ে সপ্তম বার বিশ্বকাপ জিতেছে ব্যাগি গ্রিনরা। বিশ্বকাপের পর্ব শেষ হতেই প্রকাশ করা হলো সেরা একাদশ। দুর্ভাগ্যজনক ভাবে আইসিসির সেরা একাদশে জায়গা হয়নি কোনো ভারতীয়র। তবে নিজের অভিষেক বিশ্বকাপেই সেরা একাদশে জায়গা করে নিলেন এক বাংলাদেশী ক্রিকেটার।
এবারের আসরে ৭ ম্যাচে ৩.৭৯ ইকোনমি রেটে ১০ উইকেট পেয়েছেন সালমা খাতুন। সেই সুবাদেই সেরা একাদশে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন সালমা। এছাড়া সেরা একাদশে রয়েছেন চার অজি ক্রিকেটার, তিন প্রোটিয়া ক্রিকেটার, দু'জন ব্রিটিশ এবং এক জন ওয়েস্ট ইন্ডিয়ান।
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া থেকে সেরা একাদশে জায়গা হয়েছে অ্যালিসা হেলি, মেগ ল্যানিং, র্যাচেল হেইনস এবং বেথ মুনির।
৯ ম্যাচে ৫০৯ রান করেছেন অ্যালিসা হেলি। তিনিই এবারের মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং পুরো টুর্নামেন্ট জুড়েই নজর কেড়েছেন। ব্যাট হাতে করেছেন ৩৯৪ রান। অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হেইনস এবারের টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।মোট ৪৯৭ রান করেছেন হেইনস। এছাড়া অনবদ্য ফিল্ডিংয়ের পাশাপাশি ৩৩০ রান করে সেরা একাদশে জায়গা হয়েছে বেথ মুনির।
দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা থেকে সেরা একাদশে জায়গা হয়েছে লরা উলভার্ডট, মারিজান কাপ এবং শাবনিম ইসমাইলের।
পাঁচটি অর্ধ শতরান করেছেন প্রোটিয়া ওপেনার লরা উলভার্ডট। দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার মারিজানে কাপ ব্যাট হাতে ২০৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ টি উইকেট। ৪.০২ ইকোনমি রেটে ১৪ টি উইকেট নিয়ে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন পেসার ইসমাইল।
ইংল্যান্ড: সেরা একাদশে জায়গা হয়েছে দুই ইংলিশ ক্রিকেটারের। একজন ন্যাট স্কিভার এবং অন্যজন সোফি এক্সেলেস্টোন।
দল হারলেও ফাইনালে ১৪৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন স্কিভার। সার্বিকভাবে এবারের বিশ্বকাপে ৪৩৬ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে নিয়েছেন ৪ টি উইকেট। অন্যদিকে বিশ্বের এক নম্বর বোলার সোফি এক্সেলেস্টোন এই আসরে নিয়েছেন ২১ টি উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে সেরা একাদশে জায়গা হয়েছে তাঁর।
ওয়েস্ট ইন্ডিজ: একমাত্র ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে এবারের সেরা একাদশে হেইলি ম্যাথিউস। ব্যাট হাতে ২৬০ রান করার পাশাপাশি বল হাতে এই ক্যারিবিয়ান তারকা নিয়েছেন ১০ টি উইকেট।
বাংলাদেশ: একমাত্র বাংলাদেশী হিসেবে অভিষেকেই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সালমা খাতুন। ৭ ম্যাচে ৩.৭৯ ইকোনমি রেটে ১০ টি উইকেট নিয়েছেন সালমা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন