ICC Women's World Cup: অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ভারতের দেওয়া ২৭৭ রানের জবাবে ৬ উইকেটে জয় অর্জন করে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন অজি মহিলারা। এই ম্যাচে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া বনাম ভারত
অস্ট্রেলিয়া বনাম ভারতছবি ICC ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অকল্যান্ডের ইডেন পার্কে রেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন মেগা ল্যানিং, অ্যালিসা হেলিরা। ভারতের দেওয়া ২৭৭ রানের জবাবে ৬ উইকেটে জয় অর্জন করে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অজি মহিলারা। এই ম্যাচে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।

ইডেন পার্কে শনিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দফায় ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেন মিতালি রাজরা। বিশ্বকাপে এর আগে এই রান তাড়া করে কোনো দলই জিততে পারেনি। শুরুতেই মাত্র ২৮ রানের মধ্যে জোড়া উইকেট হারালেও ইয়স্তিকা ভাটিয়াকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মিতালি রাজ। তৃতীয় উইকেটে মিতালি-ভাটিয়া জুটি যোগ করেন ১৩০ রান। যা কিনা বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় উইকেটের জুটিতে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপের রেকর্ড।

মিতালি রাজ এদিন ৬৮ রানের ইনিংস খেলেন। আর এই ম্যাচে অর্ধ শতরান করার সাথে সাথেই মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধ শতরান করার নজির ছুঁলেন মিতালি। এই নিরিখে নিউজিল্যান্ডের ডেবি হকলির সাথে একাসনে বসলেন তিনি। এছাড়াও ইয়স্তিকা ভাটিয়া ৫৯ রান এবং হরমনপ্রীত কৌর অপরাজিত ৫৭* রানের মহামূল্যবান ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৭৭ রানে। অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে দরকার ছিলো ২৭৮ রানের।

ভারতের দেওয়া লক্ষ্য এদিন খুব সহজেই অতিক্রম করে গেলো ভারতীয় দল। দুই ওপেনার রাচেল হায়নেস এবং অ্যালিসা হেলির হাত ধরে অস্ট্রেলিয়া শুরুটা দুরন্ত করে। হায়নেস ৪৩ রান করে ফিরে গেলেও অ্যালিসা হেলি ৬৫ বলে ৭২ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন। আর অজি অধিনায়ক মেগ ল্যানিং খেলেন অধিনায়কোচিত ইনিংস। ১০৭ বলে ৯৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এলিস পেরী ২৮ রান করেন এবং শেষে বেথ মুনি মাত্র ২০ বলে ৩০* রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in