ICC Women's World Cup: পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু মিতালি-ঝুলনদের

স্নেহ রানা ও পূজা বস্ত্রকারের জুটির নিপুণ ইনিংসের দৌলতে সাত উইকেটের বিনিময়ে ২৪৪ রান সংগ্রহ করে ভারতের মহিলা ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানেই থেমে যায় বিসমাহ মারুফের দল।
পাকিস্তানকে ১০৭ রানে হারালো মিতালি রাজরা
পাকিস্তানকে ১০৭ রানে হারালো মিতালি রাজরাছবি BCCI Women ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

'পাক বধ' করে বিশ্বকাপের অভিযান শুরু করলো ভারতের মহিলা ক্রিকেট দল। মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানে জয় অর্জন করেছেন মিতালি রাজরা। ভারতের সপ্তম উইকেটের রেকর্ড গড়া জুটি স্নেহ রানা ও পূজা বস্ত্রকারের জুটির নিপুণ ইনিংসের দৌলতে সাত উইকেটের বিনিময়ে ২৪৪ রান সংগ্রহ করে ভারতের মহিলা ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে রাজেশ্বরী গায়কওয়াড়, ঝুলন গোস্বামী, স্নেহ রানাদের আগুন ঝরানো বোলিংএর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক বাহিনী। মাত্র ১৩৭ রানেই থেমে যায় বিসমাহ মারুফের দল।

পাকিস্তানের বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার সাথে সাথেই এদিন এক নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন তিনি। সেইসঙ্গে স্পর্শ করেন কিংবদন্তী শচীন তেন্ডুলকরকেও। মিতালি রাজ ২০০০ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেন। এরপর যথাক্রমে ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ এবং চলতি বিশ্বকাপে ভারতের জার্সিতে মাঠে নামেন মিতালি।

রবিবার বে ওভালে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি ভার্মাকে(০) হারালেও স্মৃতি মন্ধনা(৫২) এবং দীপ্তি শর্মা(৪০) দলকে প্রাথমিক ধাক্কা থেকে বের করে আনেন। তবে মিডিল অর্ডারে মিতালি রাজ(৯), হরমনপ্রীত কৌর(৫), রিচা ঘোষরা(১) চরম ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পর ব্যাকফুটে চলে যায় ভারত।

বে ওভালে ৩৩.১ ওভারে মাত্র ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারাতে গিয়ে পৌঁছায় ওম্যানস ইন ব্লুরা। তবে এরপর সপ্তম উইকেটে অবিশ্বাস্য এক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন স্নেহ রানা ও পূজা বস্ত্রকার। ভারত কার্যত ভাবতেই পারেনা তারা স্কোর বোর্ডে ২৪৪ রান যোগ করতে পারবে। মহিলাদের ওয়ান ডে আন্তর্জাতিকের ইতিহাসে সপ্তম উইকেটে রেকর্ড পার্টনারশিপ গড়েন পূজা ও রানা। সপ্তম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১১২ রান। ৮ টি বাউন্ডারির মাধ্যমে ৫৯ বলে ৬৭ রানের এক স্মরণীয় ইনিংস খেলেন পূজা। ৪ টি বাউন্ডারির মাধ্যমে ৪৮ বলে ৫৩* রানে অপরাজিত থাকেন স্নেহ।

ভারতের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। সিদরা আমিনের ৩০ রান এবং দিয়ানা বিয়েগের ২৪ রান ছাড়া পাকিস্তানের ইনিংসে বলার মতো বিশেষ কিছুই নেই। ভারতের হয়ে এই ম্যাচে চারটি উইকেট তুলে নিয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়। জোড়া উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী ও স্নেহ রানা। একটি করে উইকেট নিয়েছেন মেঘনা সিং এবং দীপ্তি শর্মা।

পাকিস্তানকে ১০৭ রানে হারালো মিতালি রাজরা
রিচার্ড হ্যাডলিকে টপকে গেলেন অশ্বিন! হেরাথ, কপিল দেবকে ছাড়িয়ে নজির গড়া সময়ের অপেক্ষা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in