Kane Williamson: গুরুতর চোট, তবুও বিশ্বকাপ খেলার জন্য হাল ছাড়ছেন না কিউই তারকা

উইলিয়ামসন বলেন, এই চোট সারিয়ে ওঠার রাস্তাটা লম্বা। তাই আপনি যদি খুব বেশি সামনের দিকে তাকান, তবে বিষয়টি সম্ভবত কিছুটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই মুহূর্তে প্রতি সপ্তাহের উন্নতির ওপর নজর দিচ্ছি আমি।
কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসনছবি - কেন উইলিয়ামসনের ফেসবুক পেজ
Published on

আইপিএল ২০২৩-র প্রথম ম্যাচেই হাঁটুতে গুরুতর চোট পান কিউই তারকা কেন উইলিয়ামসন। এনটেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট এতটাই গুরুতর ছিল যে চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপ খেলা একপ্রকার অসম্ভব হয়ে যায় উইলিয়ামসনের।

নিউজিল্যান্ডের এক নম্বর ব্যাটারের বিশ্বকাপে না থাকাটা স্বাভাবিক ভাবেই বড় চিন্তায় ফেলেছে কিউই শিবিরকে। এবার সেই চোট নিয়েই মুখ খুললেন স্বয়ং উইলিয়ামসন। হাল ছাড়ছেন না উইলিয়ামসন। বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য সর্বোচ্চ প্রয়াস করে চলেছেন তিনি।

উইলিয়ামসন তাঁর চোট সম্পর্কে সোমবার বলেন, "এই মুহূর্তে আমি সপ্তাহ ধরে এগানোর চেষ্টা করছি। আমি এর আগে এত দীর্ঘমেয়াদী চোট পাইনি। যাদের এরকম হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। এই চোট সারিয়ে ওঠার রাস্তাটা লম্বা। তাই আপনি যদি খুব বেশি সামনের দিকে তাকান, তবে বিষয়টি সম্ভবত কিছুটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই মুহূর্তে প্রতি সপ্তাহের উন্নতির ওপর নজর দিচ্ছি আমি।"

এখনও বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি উইলিয়ামসন। অস্ত্রোপচারের পর এখন রিহ্যাব করছেন তিনি। সর্বোচ্চ প্রয়াস করে যাচ্ছেন যতটা সম্ভব উন্নতি করা যায় তা করার। অক্টোবর এবং নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।

বর্তমানে বিশ্ব ক্রিকেটে যে সমস্ত ব্যাটাররা দাপট দেখিয়ে চলেছেন তাঁর মধ্যে উইলিয়ামসন অন্যতম। ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট হাতে কিউইদের সেই অভিযানের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন উইলিয়ামসন। এরপর ২০১৯ সালে তাঁর নেতৃত্বেই ফাইনালে ওঠে কিউইরা। যদিও নাটকীয় ভাবে সেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। এবার নিউজিল্যান্ডের সামনে সুযোগ রয়েছে টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার এবং প্রথম বিশ্বকাপ জেতার। আর এমনটা করার জন্য কেন উইলিয়ামসনের দলে থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা ভালোভাবেই জানে ব্ল্যাক ক্যাপসরা।

কেন উইলিয়ামসন
'জীবনে ৪-৫ জন বন্ধুই যথেষ্ট' - অশ্বিনের 'সতীর্থরা সহকর্মী' মন্তব্যের সোজসাপটা জবাব শাস্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in