চেমসফোর্ডের বৃষ্টিতে ভেসে গেলো আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। গতকাল বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ দেশ হিসেবে সরাসরি পঞ্চাশ ওভারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডকে যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের টিকিট পেতে হবে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারতো আয়ারল্যান্ড। তবে তা আর হচ্ছে না। সুপার লীগে ৯৮ পয়েন্ট নিয়ে মূলপর্বে দক্ষিণ আফ্রিকা।
আয়ারল্যান্ডকে এখন জিম্বাবোয়েতে দশ দলীয় বাছাইপর্ব খেলতে হবে। ১৮ ই জুন থেকে ৯ ই জুলাই পর্যন্ত এই আসর চলবে। এবার যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে বিশ্বকাপজয়ী দুই দেশ শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকেও। তারাও সরাসরি মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি।
গতকাল বাংলাদেশ পুরো ইনিংস ব্যাট করলেও বৃষ্টির কারণে ১৬.৩ ওভার পর্যন্ত ব্যাট করতে পারে আয়ারল্যান্ড। ২০ ওভার ব্যাট করতে না পারায় ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল নির্ণয় করা যায়নি। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছিল আয়ারল্যান্ড।
যে আটটি দেশ সরাসরি ওডিআই বিশ্বকাপে যোগ্য়তা অর্জন করল তাতে আয়োজক ভারত ছাড়া রয়েছে-নিউজিল্য়ান্ড, ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা। শেষ মুহূর্তেই সুযোগ পেল দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের বাকি দুটি স্পটের জন্য লড়াই করবে দশটি দেশ। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড , ওমান, নেপাল, আমেরিকা এবং আরব আমিরশাহি। জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হবে এই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন