সাউদাম্পটনে বৃষ্টির ঘনঘটায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিন ভেস্তে গেছে। তবে অবশেষে প্রতিক্ষার অবসান ঘটেছে। দ্বিতীয় দিনে মাঠে নামছে দুই দল। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে টস। এই ঐতিহাসিক ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারত প্রথমবারের জন্য নিরপেক্ষ ভ্যেনুতে টেস্ট খেলতে নেমেছে। টসের সাথে সাথেই ভারতকে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়ক হয়ে গেলেন বিরাট কোহলি। এটি কোহলির অধিনায়ক হিসেবে ৬১ তম টেস্ট। বিরাট পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে(৬০ টি টেস্ট)।
আজ সকাল থেকেই সাউদাম্পটনের আকাশ পরিষ্কার। বেলার দিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখন রোদ উঠেছে। গতকালের খেলা ভেস্তে যাওয়ার জন্য আজ এবং বাকি দিন গুলো ভারতীয় সময় তিনটে থেকেই খেলা শুরু হবে। ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার করে খেলা হবে প্রতিদিন। চারদিনে খেলার ফলাফল না এলে খেলা গড়াবে ২৩ শে জুন রিজার্ভ ডে তেও।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুবমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ(উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ডের সাম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, টম লেথাম, কেন উইলিয়ামসন(অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলাস, বিজে ওয়াটলিং(উইকেট রক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন