Mohun Bagan: হাবাস না থাকলে লোবেরাকে কোচ করার কথা ভাবছে মোহনবাগান!

People's Reporter: শোনা যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হাবাসকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। যদি হাবাস একান্তই না থাকেন তাহলে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরাকে বাগানের কোচ করার কথা ভাবছে ম্যানেজমেন্ট।
অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস এবং সার্জিও লোবেরা
অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস এবং সার্জিও লোবেরাফাইল ছবি
Published on

আগামী মরসুমে অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস মোহনবাগানের কোচ থাকবেন কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কারণ শোনা যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। যদি হাবাস একান্তই না থাকেন তাহলে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরাকে বাগানের কোচ করার কথা ভাবছে ম্যানেজমেন্ট।

লোবেরা আপাতত ওড়িশার কোচ। সুপার কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারে ওড়িশা। এছাড়া দলকে আইএসএল ফাইনালেও তুলতে পারেননি তিনি। বড়ো বাজেটের দল ওড়িশার কাছে যা বেশ হতাশাজনক। যদি ওড়িশা লোবেরাকে ছেড়ে দেয় তাহলেই কোচ হিসেবে মোহনবাগান নিতে পারবে লোবেরাকে।

লোবেরা মুম্বই সিটি এফসিকে সাফল্য দিয়েছেন আইএসএল আর শিল্ড জিতিয়ে। গত মরসুমে ইস্টবেঙ্গল তাঁকে প্রস্তাব দিলেও তিনি ওড়িশাতে যান। কলকাতায় এলে নতুন এক অধ্যায় শুরু করবেন লোবেরা। মনে করা হচ্ছে জুলাই মাসে ডুরান্ড কাপের আগে কোচ সমস্যা কাটিয়ে উঠবে টিম বাগান।

অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস এবং সার্জিও লোবেরা
Sunil Narine: অলরাউন্ডার নারিন! চলতি IPL-এ রেকর্ডের সামনে নাইটদের ক্যারিবিয়ান তারকা
অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস এবং সার্জিও লোবেরা
Mohun Bagan: ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান সহ একাধিক ফুটবলারকে ছাড়তে চলেছে মোহনবাগান!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in