বারবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে কথা শোনা যায়। গত কয়েক বছরে তো সৌরভকে নিয়ে ভারতীয় রাজনীতি উত্তালও হয়েছে। এবার সেই বিষয়ে উত্তর দিলেন সৌরভ। এদিন প্রাক্তন ভারত অধিনায়ক জানালেন - 'রাজনীতিতে আসার কোনও ইচ্ছে আমার নেই। তবে যদি আসি, একটা বিষয় লক্ষ্য রাখব, অনেকেই বলেন, ‘করে দিলাম’, ‘পেয়ে গেলেন' এটার বদল ঘটাব।'
তিনি বলেন - 'করে দিলাম, এ ভাবে বলা যাবে না। পেয়ে গেলেন, সেটাও বলা যায় না। এটা আপনার অধিকার। এটা আপনার প্রাপ্য। তা বলে কাউকে দুঃখ দিচ্ছি না। যিনি বা যাঁরা আমার বাড়ি আসেন, তাঁরা আসতেই পারেন। আমার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে নেই।'
২০২১ সালে সৌরভের বাড়িতে আসেন অমিত শাহ তখন সৌরভের রাজনীতিতে যাওয়া নিয়ে বিতর্ক ওঠে। যদিও তিনি যাননি। সৌরভকে বিসিসিআই সভাপতি থেকে সরিয়ে দেওয়ার পরে শোনা যায় তিনি বিজেপিতে যেতে চাননি বলে সরতে হয়। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। সৌরভকে বিজেপি শাসিত ত্রিপুরায় ব্র্যান্ড আম্বাসেডর করা হয়। তারপর সৌরভ মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শিল্প সম্মেলনে গিয়ে নতুন শিল্প গড়ার বার্তা দেন। এরপর সৌরভকে বাংলার ব্র্যান্ড আম্বাসেডর করা হয় শাহরুখ খানকে সরিয়ে।
সৌরভ ভারতীয় দল নিয়ে একইসঙ্গে বলেন - "দ্রাবিড়কে কোচ হিসেবে রাখা একদম সঠিক সিদ্ধান্ত। ভালো কাজ করছে ওকে আরও সুযোগ দেওয়া উচিত। ভারত জিততে পারছে না আইসিসি ট্রফি এটা ঠিক। তবে একদিন নিশ্চই জিতবে ২০২৪ টি-২০ বিশ্বকাপ ভারত জিতবে আশা রাখছি আমি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন