ICC Champions Trophy 25: ভারত না গেলে পাকিস্তান থেকে গোটা টুর্নামেন্টই সরাতে পারে ICC!

People's Reporter: একাধিক সংবাদমাধ্যম সূত্র মারফত জানান যাচ্ছে, ভারত পাকিস্তানে না গেলে পুরো টুর্নামেন্টই অন্য দেশে হতে পারে। সেক্ষেত্রে আয়োজক দেশ হিসেবে দুবাই এবং শ্রীলঙ্কার নাম উঠে আসছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে জট কাটতেই চাইছে না। সূত্র মারফত জানা যাচ্ছে ভারত যদি পাকিস্তানের মাটিতে খেলতে না যায় তাহলে গোটা টুর্নামেন্ট অন্য দেশে আয়োজন করতে পারে আইসিসি। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। এরই মধ্যে টুর্নামেন্ট নিয়ে আইসিসিকে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের বাবর আজমদের দেশে খেলতে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিসিসিআই জানিয়েছে কেন্দ্র সরকার অনুমতি না দিলে পাকিস্তানে ভারতীয় দল পাঠানো হবে না। আর ভারত যদি টুর্নামেন্টে অংশ না নেয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা কমতে বাধ্য। আর্থিক ক্ষতিও হতে পারে আইসিসির।

একাধিক সংবাদমাধ্যম সূত্র মারফত জানান যাচ্ছে, ভারত পাকিস্তানে না গেলে পুরো টুর্নামেন্টই অন্য দেশে হতে পারে। সেক্ষেত্রে আয়োজক দেশ হিসেবে দুবাই এবং শ্রীলঙ্কার নাম উঠে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, মহসিন নাকবি বলেছেন ভারতকে আমাদের দেশে খেলতে আসতেই হবে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান। কোনো 'হাইব্রিড' মডেল রাখা হবে না। আমাদের কাজ নয় ভারতকে টুর্নামেন্টে যোগদান করানো। ভারতকে খেলানো নিয়ে যা করার আইসিসি করবে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যায়নি। পরিবর্তে সব ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল। সেই সময়ও অনেক প্রাক্তন পাক তারকা বিসিসিআই-র সমালোচনা করেছিলেন।

প্রতীকী ছবি
East Bengal: মোহবাগানের পর ইস্টবেঙ্গল, সৌরভ গাঙ্গুলিকে 'ভারত গৌরব' সম্মান লাল-হলুদের
প্রতীকী ছবি
Champions Trophy 25: 'ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না এলে...' - BCCI-কে হুঁশিয়ারি পাক বোর্ডের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in