আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ হবে ৯ মার্চ। আয়োজক পাকিস্তান। কিন্তু রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাতে নারাজ বিসিসিআই। যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট পাক বোর্ড। আইসিসির সিদ্ধান্তের উপর তাকিয়ে রয়েছেন বাবর আজমরা।
বহু বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট ৮টি দেশ। গ্রুপ এ তে আছে ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। গ্রুপ বি-তে আছে অস্ট্রেলয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান।
ভারত বাদে সবকটি দেশ পাকিস্তানে যাবে বলেই জানা যাচ্ছে। ভারত পাকিস্তানে না গেলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর, আইসিসি ভারতের ম্যাচের জন্য দুবাই অথবা শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা করছে। পাকিস্তানের মাটিতে খেলবে না ভারত। আগামী ১৯-২২ জুলাই শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক বৈঠক বসবে। ওই বৈঠকে ভারতের জন্য নতুন ভেন্যু খোঁজার প্রস্তাব দিতে পারে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেই বলেই জানা যাচ্ছে।
প্রাক্তন পাক অধিনায়ক সালমান ভাট বলেন, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। এই টুর্নামেন্ট পাকিস্তানেই হওয়া উচিত। অন্যান্য দলের মতো ভারতেরও উচিত পাকিস্তানে খেলতে আসা। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ভারতের মাটিতে গিয়ে খেলে এসেছে। তাই ভারতেরও উচিত পাকিস্তানে খেলতে আসা। হয় সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করুন নয়তো সবকিছু স্বাভাবিক করুন।
তিনি আরও জানান, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও চান বিরাট কোহলি এবং রোহিত শর্মা পাকিস্তানের মাটিতে খেলুক। পাকিস্তানে তাঁদের অনেক ভক্তই রয়েছেন। পিএসএল-র ম্যাচের সময় অনেকেই বিরাট কোহলি, রোহিত শর্মার ছবি নিয়ে আসেন স্টেডিয়ামে। আমি নিশ্চিত ভারতেও এমন অনেক সমর্থক আছেন যাঁরা পাকিস্তানি ক্রিকেটারদের খেলা দেখতে চান।
প্রসঙ্গত, গত এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যায়নি। পরিবর্তে সব ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলেছিল। সেই সময়ও অনেক প্রাক্তন পাক তারকা বিসিসিআই-র সমালোচনা করেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন