আইপিএলে ভালো পারফরম্যান্স করেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে সুযোগ হয়নি ঋদ্ধিমান সাহার। সৈয়দ কিরমানির মত প্রাক্তন বিশ্বকাপজয়ী উইকেটকিপার ক্ষোভ প্রকাশ করেছেন ঋদ্ধির ডাক না পাওয়া নিয়ে। পাশাপাশি বাংলার শেষ রঞ্জি জয়ী অধিনায়ক তথা প্রাক্তন উইকেটকিপার সম্বরণ বন্দ্যোপাধ্যায় ঋদ্ধির ডাক না পাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না।
বুধবার সম্বরণ বলেন, 'এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আইপিএল খেলা হচ্ছে সাদা বলে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হবে লাল বলে। আমি বিশ্বাস করি যে, লাল বলে ঋদ্ধিমান সাহা এখনও সেরা কিপার ভারতীয় ক্রিকেটে। এমনকি, ঋষভ পন্থ যদি ফিট থাকত, তাহলেও আমি এটাই বলতাম'।
তিনি আরও বলেন, ঋষভ পন্থের চোটটা অত্যন্ত দুঃখের। এই চোটের পর আমরা স্বভাবতই ভেবেছিলাম যে, ঋদ্ধিমান সাহা টেস্ট ক্রিকেটে ফিরবে। সেইখানে এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যের। ভরতকে নেবে না, আমরা বুঝতে পেরেছিলাম।
পাশাপাশি সম্বরণবাবু বলেন, ইংল্যান্ডে বল যেরকম স্যুইং করে, অনেকসময় উইকেটের পিছনে গিয়ে আবার সুইং করে যায়। বয়স কোনো বাধা নয়। তুমি অজিঙ্কা রাহানেকে নিতে পারো আর ঋদ্ধিকে নিতে পারো না! এর যুক্তি কী? বোর্ডের নীতি কী কেউ জানে না। এতদিন বলা হত ব্যাট হাতে ব্যর্থ। কিন্তু ব্যাটে তো রান করছে। তবুও সুযোগ হল না।' যদিও ঋদ্ধি বরাবরের মতই পজিটিভ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন