AIFF: ফেডারেশনের নতুন সূচিতে ব্রাত্য বাংলা! ক্ষুব্ধ IFA

People's Reporter: সচিব অনির্বাণ দত্ত বলেন, 'গত বছরই আমরা কল্যাণ চৌবেকে বলি কলকাতা লিগের আলাদা একটা সময় করতে। প্রতিবছরই ডুরান্ড কাপ থাকায় আমাদের লিগ করতে সমস্যার মধ্যে পড়তে হয়'।
কল্যাণ চৌবে ও অনির্বাণ দত্ত
কল্যাণ চৌবে ও অনির্বাণ দত্তছবি - সংগৃহীত
Published on

AIFF -র সদ‍্য প্রকাশিত স্পোর্টস ক‍্যালেন্ডারে ব্রাত‍্য বাংলা। গত বছর থেকে AIFF সভাপতি কল‍্যাণ চৌবেকে IFA সচিব অনির্বান দত্ত ও সভাপতি অজিত ব‍্যানার্জি অনুরোধ করে আসছিলেন, কলকাতা লিগ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন‍্য একটা স্লট দেওয়া হোক। কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি বলেই ক্ষুব্ধ হয়েছেন IFA কর্তারা।

কিন্তু কলকাতা লিগের সময় ডুরান্ড কাপের ম‍্যাচ দেওয়া হয়েছে। সাথে চলবে আই লিগের ম‍্যাচও। স্পোর্টস ক‍্যালেন্ডার দেখে বিরক্ত IFA সচিব অনির্বান দত্ত। লিগটা সুষ্ঠুভাবে করার জন‍্য স্লট চেয়ে AIFF কে চিঠি পাঠাচ্ছেন IFA সচিব।

সচিব অনির্বাণ দত্ত বলেন, 'গত বছরই আমরা কল্যাণ চৌবেকে বলি কলকাতা লিগের আলাদা একটা সময় করতে। প্রতিবছরই ডুরান্ড কাপ থাকায় আমাদের লিগ করতে সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু সেই দাবি মানা হয়নি। আমরা জানতে চাইছি এর কারণ কী?'

ফেডারেশনের নতুন সূচি - ২৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ। ইয়ুথ লিগের জন্য ন'মাসের একটি উইন্ডো রাখা হয়েছে। অনূর্ধ্ব-১৩, ১৫ এবং ১৭ বিভাগের খেলাগুলো তখনই রাখা হবে। আইএসএল, আই লিগ এবং সুপার কাপ একই সময় আয়োজিত হবে। গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলাদের লিগকেও। তার জন্য আলাদা ছ'মাসের উইন্ডো রাখা হচ্ছে।

ডুরান্ড কাপের পরে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইএসএল। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। একই সঙ্গে চলবে আই লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ। ১৯ অক্টোবর শুরু হবে আই লিগ। শেষ ৩০ এপ্রিল। সুপার কাপ বা ফেডারেশন কাপ শুরু হবে ১ অক্টোবর। এটাই ভারতের প্রিমিয়ার কাপ প্রতিযোগিতা হবে। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত মেয়েদের লিগ চলবে। ৫ থেকে ১৫ নভেম্বর সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্ব ১-১৫ ডিসেম্বর।

কল্যাণ চৌবে ও অনির্বাণ দত্ত
East Bengal: পরের মরসুমেও লাল-হলুদের কোচ কুয়াদ্রাত! ক্লাবের চা চক্রে কী জানালেন ইমামি কর্তা?
কল্যাণ চৌবে ও অনির্বাণ দত্ত
BYJU's: শাহরুখ খানের পর এবার লিওনেল মেসির সঙ্গে চুক্তি স্থগিত করলো বাইজু'স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in