কড়া সিদ্ধান্ত নিল আইএফএ। রেফারি নিগ্রহ ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় রেনবো ক্লাবের কোচ দেবজিত ঘোষকে ১ লাখ টাকা জরিমানা সহ এক বছরের জন্য নির্বাসনে পাঠাল আইএফএ।
গত মাসে প্রিমিয়ার ডিভিশনের খেলায় পুলিশ এসির বিরুদ্ধে রেফারিকে গালাগাল এবং ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কা দেন দেবজিত। বৃহস্পতিবার আইএফএ কমিটি দেবজিৎ ঘোষকে এই শাস্তি দিয়েছে। এই শাস্তি ঘোষণার সময় আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়, দেবজিত যদি এক লাখ টাকা জরিমানা না দেন তাহলে নির্বাসনের মেয়াদ বেড়ে সেটা দুই বছর হবে।
ভারতের প্রাক্তন ফুটবলার ও রেনবোর কোচ দেবজিত ঘোষের রেফারি নিগ্রহর ঘটনার পর বাংলার ফুটবল মহলে নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবজিতের কড়া শাস্তির দাবি জানায় ফুটবল মহল। দেবজিতের রেফারি নিগ্রহের ভিডিও ক্লিপিং সহ রিপোর্ট আইএফএতে জমা দিয়েছিল কলকাতা রেফারি সংস্থা। যদিও দেবজিৎ জানান, এই রায় তিনি মাথা পেতে নেবেন।
এছাড়া নার্সারি লিগের দল মহেশতলা ফুটবল অ্যান্ড স্পোর্টস লাভারস ফোরামকে মাঠে ঢুকে মারামারি করার অপরাধে প্রতিযোগিতা থেকে এবারের মতো বহিষ্কার করা হয়েছে। নার্সারি লিগেরই বিজয়গড় ফুটবল ট্রেনিং সেন্টার এর এক খেলোয়াড় ও কোচকে বয়সে কারচুপি করার অপরাধে সাসপেন্ড করা হলো। ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের সঙ্গে আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ-সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি এবং নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন