অক্ষরের ঘূর্ণিতে নাস্তানাবুদ ব্রিটিশরা। মোতেরায় তৃতীয় টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হলো মাত্র ১১২ রানেই। মাত্র ৪৮.৪ ওভারই ব্যাট করতে পারলো জো রুটরা। ভারতের হয়ে একাই ৬ উইকেট নিলেন অক্ষর প্যাটেল। অশ্বিনের ঝুলিতে আসে ৩ টি এবং ইশান্ত শর্মা তুলে নেয় ১ টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভালো জায়গায় টিম ইন্ডিয়া। শুবমন গিল ১১ রান এবং চেতেশ্বর পূজারা শূন্য রানে ফেরত গেলেও রোহিতের দুরন্ত ব্যাটিং এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে।
প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৯ রান। শুবমন গিল ১১ রান করে জোফরা আর্চারের শিকার হওয়ার পরে চেতেশ্বর পূজারাকে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান জ্যাক লিচ। এরপর রোহিত-বিরাট জুটি দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। বিরাট কোহলিকে ২৭ রানে ক্লিন বোল্ড করেন জ্যাক লিচ। তবে দিনের শেষে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা। ৮২ বলে ৫৭* রান করে অপরাজিত রয়েছেন তিনি। রোহিতের সঙ্গে আগামী কাল প্রথম সেশনে মাঠে নামবেন আজিঙ্কে রাহানে(১*)।
বুধবার উদ্বোধন হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোতেরায়। ভারত বনাম ইংল্যান্ডের গোলাপি বলের অর্থাৎ দিন রাত্রির টেস্ট। প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় ভারত। এবার তৃতীয় টেস্টে জয় পেতে বদ্ধ পরিকর বিরাটরা। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১১২ রানে ফিরিয়ে জয়ের দিকে কার্যত এক পা এগিয়েই রাখলো তারা।
এদিন কপিল দেবের পর প্রথম ভারতীয় পেসার হিসেবে শততম টেস্ট খেলতে নামে ইশান্ত শর্মা। আর প্রথম ধাক্কা দেন তিনিই। ডমিনিক সিবলেকে শূন্য রানে ফেরত পাঠান। জনি বেয়ারিস্টোও রানের খাতা না খুলে ফেরত যান। বেয়ারিস্টোকে প্যাভিলিয়নের রাস্তা দেখান অক্ষর। ইংল্যান্ড অধিনায়ক জো রুট মাত্র ১১ রান করে অশ্বিনের শিকার হন। ইংল্যান্ডের হয়ে একমাত্র অর্ধশতরান করেন ওপেনার জ্যাক ক্রলে (৫৩)। তবে ক্রলেকে অক্ষর ফেরত পাঠানোর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড। স্টোকস (৬), অলি পোপ(১), ফোকস(১২), জোফরা আর্চার(১১), জ্যাক লিচ(৩) এবং স্টুয়ার্ট ব্রডের(৩) কেউই দাঁড়াতে পারেনি ভারতীয় স্পিনারদের সামনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন