আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে পাওয়া যাবে না বিরাট কোহলিকে। বুধবারই তা জানিয়ে দিয়েছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। কী কারণে বিরাটকে পাওয়া যাবে না তাও তিনি জানান।
ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ রয়েছে বৃহস্পতিবার। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সেই ম্যাচ হবে। কিন্তু প্রথম ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ সদস্য বিরাটকে পাবে না ভারত। বুধবার রাহুল দ্রাবিড় জানান, ব্যক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচে আমরা বিরাটকে পাবো না। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় টি-২০ থেকে তাঁকে আমরা দলে পাবো।
২০২২ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো টি-২০ সিরিজে দেখা যায়নি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। টিম ম্যানেজমেন্ট এই দুই তারকা ব্যাটারকেই ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে শেষ টি-২০ সিরিজে নথিভুক্ত করেছেন। দুই ব্যাটারই অসাধারণ পারফর্ম করেন। অন্যদিকে বিরাট কোহলিই প্রথম ব্যাটার যিনি সাতটি মরশুমে ২০০০ রান বা তার অধিক রান করেছেন (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই রান সম্পূর্ণ করেন)। ২০২৩ সালে তিনি করেন ২০০৬ রান। ২০১২ সালে করেছিলেন ২১৮৬ রান। ২০১৪ সালে ২২৮৬ রান, ২০১৬ সালে ২৫৯৫ রান, ২০১৭ সালে ২৮১৮রান, ২০১৮ সালে ২৭৩৫ রনা এবং ২০১৯ সালে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৪৫৫ রান। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে কেন তাঁকে রান মেশিন বলা হয়।
অন্যদিকে আফগানিস্তানও তাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য রশিদ খানকে পাবে না। গত বছর নভেম্বর মাসে অফগান স্পিনার রশিদ খানের পিঠে অস্ত্রপোচার করা হয়েছিল। এখনও সম্পূর্ণ সুস্থ হননি তিনি। বুধবারই সেই কথা জানান আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। তিনি বলেন, "রশিদের না থাকাটা দলের ক্ষতি। তিনি এখন দলের সাথেই রিহ্যাব করছেন। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন