আমেদাবাদ টেস্টে নতুন রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় বোলার হিসেবে অনিল কুম্বলেকে পেছনে ফেলে ১১৩ উইকেটের মালিক হলেন অশ্বিন।
বর্ডার গাভাসকার ট্রফির শুরু থেকেই অশ্বিনের ঘূর্ণির জাদু দেখছে ক্রিকেট বিশ্ব। এবার ভারতীয় কিংবদন্তি বোলার অনিল কুম্বলেকে টপকে গেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অশ্বিন শীর্ষস্থান অধিকার করেছেন। আমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ৯১ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন ভারতের এই স্পিনার।
৬ উইকেট নেওয়ার সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট ক্যারিয়ারে ১১৩ টি উইকেটের মালিক হলেন তিনি। অনিল কুম্বলে নিয়েছিলেন ১১১ টি উইকেট। ভারতেরই আর এক তারকা বলার নিয়েছিলেন ৯৫টি উইকেট। রবীন্দ্র জাদেজা রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর উইকেটের সংখ্যা ৮৫টি। পঞ্চম স্থানে রয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে উইকেট সংখ্যা ৭৯টি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের প্রথম দিন অশ্বিন নিয়েছিলেন মাত্র ১টি উইকেট। দ্বিতীয় দিনে জ্বলে উঠলেন তিনি। নিলেন ৫টি উইকেট। প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ৪৭.২ ওভার বল করে ৯১ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন। ইকোনমি ১.৯২। তাঁর শিকার হয়েছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রীন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং টড মারফি।
আমেদাবাদে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৪৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রান সংগ্রহ করতে পেরেছে ভারত। ৩৩ বলে ১৭ রান করে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা এবং শুবমন গিল ২৭ বল খেলে ১৮ রানে অপরাজিত আছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন