বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এক নম্বর দল হিসেবেই ভারত সফরে আসছে প্যাট কামিন্সের দল। ৯ ফেব্রুয়ারী থেকে নাগপুরে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে অস্ট্রেলিয়া দল। কিন্তু প্যাট কামিন্সদের সাথে আসতে পারছেন না অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার উসমান খোয়াজা। কারণ ভারতে আসার ভিসা পাননি তিনি।
সিডনিতেই রয়েছেন উসমান খোয়াজা। অপেক্ষা করছেন ভিসা হাতে পাওয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে অনুমান করা হয়েছে, আগামী বৃহস্পতিবার ভিসা পেয়ে যেতে পারেন খোয়াজা। তারপরেই তিনি রওনা দেবেন ভারতের উদ্দেশ্যে।
পাকিস্তানের ইসলামাবাদে জন্ম উসমান খোয়াজার। তিনি খেলেন অস্ট্রেলিয়া দলের হয়ে। ভারতে প্রবেশ করার জন্য এই প্রথমবার ভিসা সমস্যায় পড়তে হল না খোয়াজাকে। ২০১১ সালে তাঁকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তাঁর জন্ম অস্ট্রেলিয়ায় নয়। খোয়াজা সোশ্যাল মিডিয়ায় নিজেই এই হতাশার কথা জানিয়েছিলেন।
উসমান খোয়াজা অস্ট্রেলিয়ার হয়ে ৫৬টি টেস্টে, ৪০টি ওডিআই ম্যাচ এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সোমবারই ২০২২ সালের অস্ট্রেলিয়ার সেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন উসমান। সম্প্রতি রয়েছেন দুর্দান্ত ছন্দে। কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খোয়াজা ১৯৫ রানে ব্যাট করার সময় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। সেই ঘোষণা নিয়ে বিতর্ক হয়েছিল। তাঁকে ছাড়াই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। তবে খুব শীঘ্রই খোয়াজা তাঁর দলের সাথে যোগ দেবেন বলে অনুমান করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন