ইন্দোর টেস্ট জয়ের সাথে সাথেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। এরপর আর কোনো দলেরই সুযোগ থাকলো না পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার শীর্ষস্থান দখল করার। অন্যদিকে তৃতীয় টেস্ট হেরে বসায় ফাইনালের রাস্তা কঠিন হলো রোহিতদের। সরাসরি ফাইনালের টিকিট পেতে আমেদাবাদ টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
বর্ডার-গাভাসকার ট্রফিতে একটি টেস্ট ড্র করলেই ফাইনালে জায়গা করে নিতো অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্ট হারের পর অজিদের সিরিজ খোয়ানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে যাওয়ার রাস্তাও কঠিন হতে চলেছিল। কিন্তু ইন্দোর টেস্টে দুর্দান্ত কামব্যাক করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করে ফেললেন ব্যাগি গ্রিনরা।
ইন্দোরে রোহিতরা জিতলে ভারতও সরাসরি পৌঁছে যেত ফাইনালে। তা সম্ভব হয়নি। ভারতকে এখন অপেক্ষা করতে হবে আমেদাবাদ টেস্টের জন্য। চতুর্থ টেস্ট জিতলে বর্ডার-গাভাসকার ট্রফি জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও জায়গা করে নেবে রোহিত বাহিনী। অন্যথায় ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা তাদের কোনও ম্যাচ ড্র করলে বা হেরে বসলে ভারত ফাইনালে জায়গা করে নেবে।
অর্থাৎ, দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার লড়াই এখন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১৮ ম্যাচে ১৪৮। অজিরা ১১ টি ম্যাচ জিতেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে। পয়েন্টের শতকরা হার ৬৮.৫২। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩। টিম ইন্ডিয়া দশটি টি ম্যাচ জিতেছে এবং দু'টি ম্যাচ ড্র করেছে। পয়েন্টের শতকরা হার ৬০.২৯। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ১০ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং একটিতে ড্র করে ৬৪ পয়েন্টে রয়েছে দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার ৫৩.৩৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন