আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বর্তমান দুই শ্রেষ্ঠ দল মুখোমুখি হচ্ছে ৯ ফেব্রুয়ারী থেকে। ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকার ট্রফি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শেষ ১৯ বছরে ভারতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি অজি দল। পূর্ণশক্তির দল নিয়ে প্যাট কামিন্সরা হাজির হয়েছে উপমহাদেশে। ফেভারিট হিসেবে অবশ্য ধরা হচ্ছে ইন্ডিয়াকেই। তবে প্রাক্তন অজি ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল মনে করছেন চার ম্যাচের হাই প্রোফাইল টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়াই।
আসন্ন ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের দলে নেই জসপ্রীত বুমরাহ ও ঋষভ পান্ত। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকবেন ঋষভ। অন্যদিকে পিঠের চোটের কারণে প্রথম দুই টেস্ট ম্যাচে দলে জায়গা করতে পারেননি বুমরাহ। এছাড়া সদ্য চোট কাটিয়ে দলে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
সিডনি মর্নিং হেরাল্ডকে এক সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল বলেন, "অস্ট্রেলিয়া এই চার ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারে। জসপ্রীত বুমরাহ , ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের চোট রয়েছে যা ঘরের মাঠে ভারতকে দুর্বল করবে। ভারতীয় দল বিরাট কোহলির উপর অনেকটাই বেশি নির্ভরশীল থাকবে।"
পাশাপাশি এই সিরিজে অস্ট্রেলিয়ারও কিছু সমস্যা হতে পারে বলে মেনে নিয়েছেন গ্রেগ। তিনি বলেন, "ডেভিড ওয়ার্নার মোটেই ভালো ফর্মে নেই। ভারতে তাঁর টেস্ট রেকর্ডের উন্নতি করতে হবে। উসমান খোওয়াজা, অ্যালেক্স ক্যারি, ট্র্যাভিস হেড এবং ক্যামরন গ্রিনকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তুলনায় আরও ভাল মানের স্পিনের বিরুদ্ধে খেলতে হবে যা তাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে।"
ভারতের প্রাক্তন কোচ অবশ্য আশাবাদী অ্যাস্টন অ্যাগারকে নিয়ে। ভারতে স্পিন সহায়ক পিচ হলে ফিঙ্গার স্পিন অনেক বেশি কার্যকরী হবে বলে মনে করেন চ্যাপেল। সেক্ষেত্রে অ্যাগার ন্যাথন লিঁয়র সঙ্গী হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেন চ্যাপেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন