দিল্লি টেস্ট জয়ের পরেই শেষ দুই টেস্টের দল ঘোষণা করলো বিসিসিআই। পাশাপাশি তিন ম্যাচের ওডিআই সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। টেস্ট দলে কোনোরকম পরিবর্তন হয়নি। প্রথম দুই টেস্টে চরম ব্যর্থ হওয়া লোকেশ রাহুলের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। রঞ্জি জয়ী জয়দেব উনাদকাট ফিরেছেন শেষ দুই টেস্টের জন্য। সেইসঙ্গে তাঁকে রাখা হয়েছে ওডিআই দলেও।
প্রথম দুই টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন লোকেশ রাহুল। ভারত টেস্ট জিতলেও রাহুল হতাশ করেছেন ব্যাট হাতে। শেষ দুই টেস্টে তিনি দলে থাকলেও তাঁর নামের পাশে থাকছে না সহ অধিনায়কত্বের ট্যাগ।
১ মার্চ থেকে ৫ মার্চ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত হবে তৃতীয় টেস্ট। শেষ টেস্ট রয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯ থেকে ১৩ মার্চ। এরপরেই মার্চের ১৭, ১৯ এবং ২২ তারিখ অনুষ্ঠিত হবে তিনটি ওডিআই ম্যাচ।
প্রথম ওডিআই ম্যাচে থাকছেন না রোহিত শর্মা। পারিবারিক কারণে প্রথম একদিনের ম্যাচ থেকে ছুটি নিয়েছেন রোহিত। বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, রোহিতের অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
তৃতীয় এবং চতুর্থ টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন