সিডনি থেকে ফিরছেন না প্যাট কামিন্স। ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনোল্ড নিশ্চিত করেছেন এই খবর।
স্তন ক্যান্সারে আক্রান্ত কামিন্সের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দিল্লি টেস্ট খেলার পরেই সিডনিতে চলে যান কামিন্স। আমেদাবাদ টেস্ট চলাকালীন মারা যান প্যাটের মা মারিয়া কামিন্স। মায়ের মৃত্যুর পর আপাতত ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে তাই দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। তাঁর নেতৃত্বে ইন্দোর টেস্ট জেতে অস্ট্রেলিয়া এবং আমেদাবাদ টেস্ট ড্র করে।
অজি কোচ ম্যাকডোনাল্ড বলেন, "প্যাট ফিরে আসবেন না, তিনি এখনও তাঁর বাড়িতে যা ঘটছে তা সামলে উঠতে পারেননি। আমাদের সমবেদনা প্যাট এবং তাঁর পরিবারের সাথে রয়েছে কারণ তাঁরা এই মুহূর্তে শোকের মধ্য দিয়ে যাচ্ছে।"
চোটের কারণে শেষ দুই টেস্টে খেলেননি ডেভিড ওয়ার্নার। ওডিআই সিরিজে পাওয়া যাবে ওয়ার্নারকে। নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস এবং মিচেল স্টার্কের ওপর ওডিআই সিরিজে পেস বোলিং বিভাগের দায়িত্ব থাকবে বলে জানান অজি কোচ।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন