IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই রোহিত! নেতৃত্ব দেবেন কে? বড় ঘোষণা গুরু গম্ভীরের

People's Reporter: সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, রোহিত যদি না খেলে তাহলে দলের সহ অধিনায়ক অর্থাৎ জসপ্রীত বুমরাহ দলকে নেতৃত্ব দেবে। রোহিতের বদলে কে এল রাহুল অথবা অভিমন্যু ঈশ্বরণ ওপেন করতে পারে
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ট্যুইটার হ্যান্ডেল
Published on

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত শর্মা। তিনি যদি না খেলেন তাহলে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরাহ। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর অস্ট্রেলিয়া টেস্টকে পাখির চোখ করেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হয়তো থাকবেন না রোহিত শর্মা।

সোমবার সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, 'এই মুহূর্তে রোহিত শর্মার খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। আশা করছি সে খেলতে পারবে। তবে রোহিত যদি না খেলে তাহলে দলের সহ অধিনায়ক অর্থাৎ জসপ্রীত বুমরাহ দলকে নেতৃত্ব দেবে। রোহিতের বদলে কে এল রাহুল অথবা অভিমন্যু ঈশ্বরণ ওপেন করতে পারে'।

প্রসঙ্গত, রোহিত শর্মা নিজেও বলেছিলেন অস্ট্রেলিয়াতে টেস্ট নাও খেলতে পারেন তিনি। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। নিউজিল্যান্ড টেস্টে নিজের পারফর্ম্যান্সে হতাশ হয়েই সম্ভবত বর্ডার-গাভাসকর ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টে রোহিত মোট ৯১ রান করেছিলেন। একটি মাত্র হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। শুধু রোহিত নন, রান করতে ব্যর্থ হন আরেক তারকা ব্যাটার বিরাট কোহলি। এখন দেখার রোহিত শর্মা আদৌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন নাকি দলের দায়িত্ব সামলাতে হবে জসপ্রীত বুমরাহকে।

ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমার, নবদীপ সাইনি এবং খালিল আহমেদকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in