অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ জনের দলে জায়গা পেয়েছেন বাংলার আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু রাখা হয়নি মহম্মদ শামিকে। তাহলে কি শামি এখনও চোটমুক্ত হননি? অনেকেই সেই প্রশ্ন তুলছেন।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে দল ঘোষণা করেছে ভারত। দলে নেই মহম্মদ শামি। কয়েকদিন আগে বাংলার পেসার নিজেকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে অনুশীলন শুরু করেছেন। অনেকে ভেবেছিলেন হয়তো অস্ট্রেলিয়া সফরেই দলে ফিরবেন শামি। তারও আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন বাংলার হয়ে।
কিন্তু শামি পুরো ফিট না হওয়ায় বাংলা প্রথম ২ ম্যাচে তাঁকে দলে নেয়নি। ভারত অধিনায়ক রোহিত শর্মাও শামির ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শামির পেস আর সুইং যে ভারত মিস করবে সেটা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া সিরিজের পরে শামির ক্রিকেট কেরিয়ার কোনদিকে যায় সেটাই দেখার।
ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমার, নবদীপ সাইনি এবং খালিল আহমেদকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন