IND vs AUS: নজির গড়লেন স্মৃতি মন্ধনা, বৃষ্টি বিঘ্নিত ২য় দিনের শেষে ভালো জায়গায় মিতালিরা

স্মৃতি তাঁর সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৭০ বলে। যা কিনা ভারতীয় মহিলাদের মধ্যে টেস্টে দ্রুততম।
স্মৃতি মন্ধনা
স্মৃতি মন্ধনাছবি - বিসিসিআই
Published on

বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে ভারতের মহিলা ব্রিগেড। তবে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে দ্বিতীয় দিনেও বাধ সাজলো বৃষ্টি। বৃহস্পতিবার প্রথম দিনে ৪৪.১ ওভার খেলা হয়েছিলো। দ্বিতীয় দিনে হলো ৫৭.৪ ওভার। দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৭৬ রান।

কারারায় এখনও পর্যন্ত এই ম্যাচের সব রং কেড়ে নিয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা। ঐতিহাসিক টেস্ট ম্যাচে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলে কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করলেন তিনি। স্মৃতি তাঁর সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৭০ বলে। যা কিনা ভারতীয় মহিলাদের মধ্যে টেস্টে দ্রুততম। হেমলতা কালার ২২৬ বলে শতরান গড়ার রেকর্ড ভেঙেছেন তিনি।

পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস এখন স্মৃতির দখলে। ব্রিটিশ ক্রিকেটার মলি হাইডের অস্ট্রেলিয়ার মাটিতে গড়া ১২৪ রানের রেকর্ডকে টপকে গিয়েছেন ভারতীয় ওপেনার। গতকাল বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছিলো ভারত। স্মৃতি মন্ধনা অপরাজিত ছিলেন ৮০ রানে এবং পুনম রাউত ১৬ রানে।

শুক্রবার দ্বিতীয় দিনেও বৃষ্টির ভ্রুকুটিতে দ্বিতীয় দিনের ৯০ ওভার সম্পন্ন করা যায়নি। এদিন পুনম রাউত ৩৫ রান করে আউট হয়ে যান। অধিনায়ক মিতালি রাজ ৩০ রান করেন এবং ইয়াস্তিকা ভাটিয়া ১৯ রান করেন। আগামীকাল ভারতের হয়ে ব্যাট হাতে শুরু করবেন দিপ্তী শর্মা এবং তানিয়া ভাটিয়া।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in