IND vs AUS: টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য স্টিভ স্মিথের

স্মিথ বলেন, শেষবার যখন আমরা ভারতে গিয়েছিলাম, আমাদের অনুশীলন ম্যাচের জন্য একটি ঘাসযুক্ত উইকেট দেওয়া হয়েছিল, যার কোনও মানেই ছিল না।
স্টিভ স্মিথ
স্টিভ স্মিথছবি - স্টিভ স্মিথের ফেসবুক পেজ
Published on

ভারত বনাম অস্ট্রেলিয়ার বহু প্রতিক্ষিত টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে। নাগপুরে খেলা হবে প্রথম টেস্ট। ভারতের মাটিতে বর্ডার-গাভাসকার ট্রফি খেলার আগে ভারতের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য চতুর্থবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ তারকা জানালেন, ভারতের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলার থেকে নেটে অনুশীলন করা ভালো।

অস্ট্রেলিয়া দল ভারতে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। সরাসরি তারা টেস্ট সিরিজ খেলবে। স্মিথ সাফ জানিয়েছেন ট্যুর ম্যাচ না খেলার সিদ্ধান্ত একদম সঠিক। সোমবার ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে দ্য ডেইলিকে এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, "শেষবার যখন আমরা ভারতে গিয়েছিলাম, আমি নিশ্চিত যে আমাদের অনুশীলন ম্যাচের জন্য একটি ঘাসযুক্ত উইকেট দেওয়া হয়েছিল, যার কোনও মানেই ছিল না। এর থেকে ভালো আমরা নিজেদের নেটে অনুশীলন করবো। আমার মনে হয় ভারতে ট্যুর ম্যাচ না খেলার সিদ্ধান্ত একেবারেই সঠিক"।

সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন স্টিভ স্মিথ। তার পুরস্কারও পেলেন বছরের শুরুতেই। চতুর্থ বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার অ্যালান বর্ডার পদক জিতলেন তিনি। পাশে বসলেন রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্কের। এর আগে সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন পন্টিং এবং ক্লার্ক। এর আগে ২০১৫, ২০১৮ এবং ২০২১ সালে অ্যালান বর্ডার পুরস্কার জিতেছিলেন স্মিথ।

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০০৪ সালের পর ভারতে এখনও পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ব্র্যাডম্যানের দেশ। টেস্ট সিরিজ জেতা তো দূরের কথা গত ১৪ বছরে মাত্র একটি টেস্ট ম্যাচই ভারতে জিততে পেরেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে সিরিজ জয়ের জন্য তাই মরিয়া প্যাট কামিন্স বাহিনী।

স্টিভ স্মিথ
INDW vs WIW: ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হরমনপ্রীতরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in