নাগপুর টেস্টে আধিপত্য দেখাচ্ছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অনবদ্য শতরানের পর ভারতের রানের ঘোড়া এগিয়ে নিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দ্বিতীয় দিনের খেলা শেষে জাদেজা অপরাজিত রয়েছেন ৬৬ রানে এবং অক্ষর প্যাটেল অপরাজিত রয়েছেন ৫২ রানে। ৭ উইকেট হারিয়ে দলগত ৩২১ রান সংগ্রহ করে ফেলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে রয়েছে ১৪৪ রানে।
বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শুরু থেকে বেশ চাপেই পড়েছিল ভারত। রোহিত শর্মা থাকলেও অন্যদিকে টড মুরফির ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফিরছিলেন একের পর এক ব্যাটাররা। অভিষেক টেস্টেই ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন মুরফি। তবে বিরাট-পূজারা-বিরাট-সূর্যকুমাররা ব্যর্থ হলেও জাদেজার সাথে জুটি বেধে সেঞ্চুরি করেন রোহিত।
রোহিত ও জাদেজা ৬১ রানের জুটি গড়েন। ১২০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রোহিত। রোহিত ফিরে যাওয়ার পর শ্রীকর ভরত নেমে ৮ রানের বেশি করতে পারেননি। তবে এরপর রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল দুর্দান্ত ছন্দে দলকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় দিনের শেষে দুজনেই হাফ-সেঞ্চুরি করে অপরাজিত রইলেন।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই দুরন্ত পারফরম্যান্স টড মুরফির। বৃহস্পতিবারই রাহুলকে আউট করে প্রথম টেস্ট উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন আরও চার উইকেট। তার মধ্যে রয়েছে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার মতো বড় শিকারও। পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার এখনও পর্যন্ত সফল বোলার তিনিই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন