আগামী ৯ ফেব্রুয়ারী থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ। এই বর্ডার-গাভাসকার ট্রফির ম্যাচ শুরু না হলেও মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই ও বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দুই দলের মধ্যে। অজি তারকা স্টিভ স্মিথ আগেই ভারতের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তারপর পিচ নিয়ে কটাক্ষ করেছিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলি। এবার হিলির মন্তব্যের পাল্টা দিলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এক সাক্ষাৎকারে ইয়ান হিলি বলেন, "যদি ওরা (ভারত) ভুলভাল উইকেট তৈরি করে, যেমন গত বারের অর্ধেক সিরিজে যে পিচ তৈরি করেছিল ওরা, সেখানে দু'টি উইকেট ছিল ভয়ঙ্কর, অন্যায্য। স্পিনাররা প্রথম দিন থেকেই মাথার উপর উঠে লাফালাফি করছিল। সুতরাং এই ধরনের উইকেটে ওরা আমাদের চেয়ে ভালো খেলবে, কিন্তু তারা যদি ফ্ল্যাট উইকেট পায় যা ভারত আগে রেখেছিল, চমৎকার ফ্ল্যাট ব্যাটিং উইকেট এবং সে ক্ষেত্রে বোলারদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, আমি মনে করি আমরা এটাতে সফল হতে পারি।"
ইয়ান হিলির এই কথা সিরিজ শুরু হওয়ার আগে থেকেই বর্ডার গাভাসকর ট্রফির উত্তেজনা অনেকটা বাড়িয়ে দিল বলে মনে করছেন অশ্বিন। তিনি হিলির মন্তব্যের পাল্টা হিসেবে নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "যাই হোক একজন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার হিসাবে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করেছেন। তিনি বেশ কিছু জায়গাতেই এমন মন্তব্য করেছেন যার মানে এমন যে ভারতীয়রা নাকি অস্ট্রেলিয়াকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলার মতোই ব্যবস্থা করে রাখবে। তাঁর মতে অস্ট্রেলিয়ার পদ্ধতি একেবারে সঠিক। তবে ইয়ান হিলির এই মন্তব্য যে সিরিজের উত্তাপের পারদ অনেকটাই চড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।"
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচ। ভারতের স্পিন হুমকির কথা মাথায় রেখে সর্বোত্তম উপায়ে অস্ট্রেলিয়া নিজেদের প্রস্তুতি সারছে। অস্ট্রেলিয়ান ব্যাটাররা রবিচন্দ্রন অশ্বিনের 'ডুপ্লিকেট' মহেশ পিথিয়ার বিরুদ্ধে নেটে অনুশীলন করছেন। জোরদার প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়াও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন