ভারত বনাম অস্ট্রেলিয়ার বহু প্রতিক্ষিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। এই বর্ডার-গাভাসকার সিরিজে একাধিক ব্যক্তিগত রেকর্ডের দোরগোড়ায় রয়েছে দুই দেশের খেলোয়াড়রা। বিরাট কোহলি থেকে স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন থেকে নাথান লিওন। এই চার ক্রিকেটার রয়েছেন রেকর্ডের দোরগোড়ায়।
১. স্টিভ স্মিথ: এই সিরিজে কিংবদন্তী শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে যেতে পারেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। শচীন অজিদের বিপক্ষে ৩৪ টি টেস্ট ম্যাচ খেলে ৯ টি শতরান করেছেন। ভারতের বিরুদ্ধে ১৪ টি টেস্ট ম্যাচ খেলেই ৮ টি শতরান করে ফেলেছেন স্মিথ। এই সিরিজে আর একটি শতরান করলে স্মিথ স্পর্শ করবেন শচীনকে, আর তাঁর ব্যাটে দুটি শতরান এলে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে যাবেন স্মিথ।
২. বিরাট কোহলি: জোড়া রেকর্ডের দোরগোড়ায় বিরাট কোহলি। স্মিথের পাশাপাশি শচীনকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে কোহলির সেঞ্চুরির সংখ্যা সাতটি। এই সিরিজে জোড়া সেঞ্চুরি করলে শচীনকে স্পর্শ করবেন কোহলি। এছাড়াও আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট। আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের ষষ্ঠ তথা দ্রুততম ব্যাটার হিসাবে ২৫ হাজার রান করবেন তিনি।
৩. নাথান লিওন: অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিওনও দাঁড়িয়ে রয়েছেন এক রেকর্ডের দোরগোড়ায়। ভারতের বিরুদ্ধে ২২টি টেস্টে ৯৪টি উইকেট নিয়েছেন লিওন। এই সিরিজে আর ৬টি উইকেট নিলেই মাত্র তৃতীয় বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ১০০ টি উইকেট নেওয়ার কীর্তি গড়বেন তিনি। এছাড়াও, অনিল কুম্বলের পর দ্বিতীয় বোলার হিসেবে বর্ডার-গাভাসকার সিরিজে ১০০ উইকেট হবে অজি স্পিনারের।
৪. রবিচন্দ্রন অশ্বিন: নাগপুর টেস্টে একটি উইকেট সংগ্রহ করলেই ভারতের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেটের মালিক হবেন রবিচন্দ্রন অশ্বিন।
৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে নাগপুরে। ১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লিতে। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন