পেন্ডুলামের কাঁটার মতো দুলছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। ম্যাচ তথা সিরিজ জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ১০০ রান। হাতে রয়েছে ৬ উইকেট। তবে লড়াইটা যে সহজ হবে না তার আভাস দিয়ে রাখলেন শাকিবরা। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বেলায় ৪ উইকেট খুইয়ে প্রবল চাপে টিম ইন্ডিয়া।
ভারতের টপ অর্ডারের চার ব্যাটার দাঁড়াতেই পারলেন না মিরাজ-শাকিবের সামনে। অধিনায়ক রাহুল ব্যক্তিগত ২ রানে ফেরেন শাকিবের শিকার হয়ে। শুবমন গিল(৭), চেতেশ্বর পূজারা(৬) এবং বিরাট কোহলিকে(১) ফেরান মেহেদী হাসান মিরাজ। ৩৭ রানের মাথায় ভারত হারায় চার উইকেট।
তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৪৫ রান। যার মধ্যে অক্ষর প্যাটেলই করেছেন ২৬* রান। জয়দেব উনাদকাট অপরাজিত রয়েছেন ৩* রানে।
মীরপুরে প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পান্তের ব্যাটে ভর করে ৩১৪ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তোলে ২৩১ রান। ওপেনার জাকির হোসেন অর্ধশতরান জোড়েন। মিডিল অর্ডারে লিটন দাসের মহামূল্যবান ৭৩ রান এবং তাসকিন আহমেদ(৩১) ও নুরুল হাসানের (৩১) গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে ভারতের সামনে ১৪৫ রানের লক্ষ্য রাখতে সক্ষম হন শাকিব আল হাসানরা
লক্ষ্যমাত্রা সহজ হলেও তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। আগামীকাল প্রথম সেশনে রীতিমত পরীক্ষা ভারতীয় ব্যাটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্গত এই ম্যাচ হারলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে ভারতকে। ঋষভ-শ্রেয়সের ওপরেই এখন নির্ভর করছে ম্যাচের ফলাফল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন