IND VS BAN: দীর্ঘ ৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া

ডিসেম্বরের ৪, ৭ এবং ১০ তারিখে আয়োজিত হবে তিনটি ওডিআই ম্যাচ। রাজধানী শহর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে সবকটি একদিনের ম্যাচ।
৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া
৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়াফাইল ছবি
Published on

২০১৫ সালের পর ফের বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তিনটি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। চলতি বছরের শেষেই টাইগার্সদের বিরুদ্ধে পদ্মা পারে পাড়ে জমাবে রোহিত বাহিনী।

ডিসেম্বরের ৪, ৭ এবং ১০ তারিখে আয়োজিত হবে তিনটি ওডিআই ম্যাচ। রাজধানী শহর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে সবকটি একদিনের ম্যাচ। ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর, মিরপুরে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, "সম্প্রতি ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় দ্বৈরথ দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছে। বহু প্রতীক্ষিত এই সিরিজটির জন্য দুই দেশের ক্রিকেটভক্তরাই অপেক্ষা করে রয়েছেন। আমাদের সঙ্গে আলোচনা করে সূচী চূড়ান্ত করার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ জানাই। বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে রয়েছি।"

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই সিরিজ প্রসঙ্গে বলেন, "আমি ভারতের সাথে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুভেচ্ছা জানাই। ভারত-বাংলাদেশ প্রতিযোগীতা সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। আমরা জানি বাংলাদেশের সমর্থকরা কতটা আবেগপ্রবণ এবং আমি নিশ্চিত যে তারা সাদা বল এবং লাল বলের ক্রিকেট উভয় ক্ষেত্রেই এই আনন্দদায়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।"

বাংলাদেশে আয়োজিত হতে চলা দুটি টেস্ট ম্যাচ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হবে। শেষবার ২০১৫ সালে ভারতের বাংলাদেশ সফরে একটিমাত্র টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে যায়। ওডিআই সিরিজ বাংলাদেশ জিতে নেয় ২-১ ব্যবধানে।

৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া
IND VS PAK: 'শুধু ক্রিকেট নয়, কোনো ক্ষেত্রেই ভারত কারোর কথা শুনবে না', মুখ খুললেন অনুরাগ ঠাকুর
৭ বছর পর আবারও বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া
T-20 World Cup 22: গল্ফ খেলতে গিয়ে দুর্ঘটনা, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অজি উইকেটরক্ষক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in