'১৮০ রান করতে পারি না!' - ভারতের কাছে লজ্জার হারের পর ব্যাটারদের নিশানা বাংলাদেশ অধিনায়কের
২ টেস্ট হারের পর ভারতের কাছে প্রথম টি-২০ ম্যাচও হারতে হল বাংলাদেশকে। হারের পরই ব্যাটারদের দিকে ভরাডুবির দায় ঢেললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি দলের লড়াই করার মানসিকতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শান্ত বলেন, 'গত ১০ বছর ধরে আমরা একইরকম ব্যাট করে যাচ্ছি। আমাদের ক্ষমতা আছে কিন্তু সেটা কাজে লাগাতে পারছি না। আসলে ১৮০ রান কীভাবে করতে হয় তা আমরা জানি না। সেই মানসিকতা আমাদের মধ্যে নেই। আমাদের ঘরের মাঠের উইকেট ১৪০-১৫০ রানের হয়। সেখানে ১৮০ রান অনেকটাই। তবে যা খেলেছি তার থেকে ভালো দল আমরা'।
রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলারদের দাপটে ১৯.৫ ওভারে ১২৭ রান করে শেষ বাংলাদেশের ইনিংস। আর্শদীপ এবং বরুণ চক্রবর্তী নেন ৩টি করে উইকেট। ১টি করে উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া, মায়াঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। সঞ্জু স্যামসন থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া। সকলেই দুরন্ত ব্যাটিং করেন। ১৯ বলে ২৯ রান করেন সঞ্জু, ৭ বলে ১৬ রান করে রান আউট হন অভিষেক শর্মা। ১৪ বলে ২৯ রান করে আউট হন সূর্যকুমার যাদব। ১৬ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া।
এরপর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে আগামী ৯ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। ১২ অক্টোবর তৃতীয় তথা সিরিজের শেষ টি-২০ ম্যাচ খেলবে দুই দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন