IND vs BAN: অপ্রীতিকর ছবি কানপুরে, বাংলাদেশের সমর্থক 'টাইগার রবি'কে মারধরের অভিযোগ!

People's Reporter: যদিও পুলিশের দাবি, রবির শ্বাসকষ্ট হচ্ছিল। সম্ভবত ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তাঁর। ঠিক করে কথাও বলতে পারছিলেন না তিনি। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে টাইগার রবি
হাসপাতালে টাইগার রবিছবি - টাইগার রবির ফেসবুক ওয়াল
Published on

ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। কানপুরে দ্বিতীয় টেস্টের দিন কয়েকজন দর্শকের হাতে মার খেলেন বাংলাদেশের সুপার ফ্যান 'টাইগার রবি'। বিভিন্ন সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে টাইগার রবিকে। তবে পুলিশের দাবি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

প্রথম টেস্ট চলাকালীনও কিছু সমস্যার মুখে পড়েছিলেন বাংলাদেশের ফ্যান রবি। আর এবার তাঁকে মারধরের অভিযোগ উঠলো ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার আচমকাই দেখা যায় রবিকে কয়েকজন পুলিশকর্মী ধরে ধরে নিয়ে যাচ্ছেন। তাঁকে বিধ্বস্ত দেখাচ্ছে। এক সংবাদ মাধ্যমে রবি জানান, বেশ কয়েকজন তাঁকে পিছন থেকে মারধর করেন। পিঠে এবং তলপেটে আঘাত লাগে তাঁর।

যদিও পুলিশের দাবি, রবির শ্বাসকষ্ট হচ্ছিল। সম্ভবত ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তাঁর। ঠিক করে কথাও বলতে পারছিলেন না তিনি। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার অনেকটা দেরিতেই ম্যাচ শুরু হয়। টসে জিতে ভারত বোলিং নেয়। আবহাওয়ার কারণেই সময়ের আগে প্রথম দিনের খেলা শেষ হয়। ভারত মোট ৩৫ ওভার বল করেছে। দিনের শেষে বাংলাদেশ ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান করেছে।

ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন আকাশ দীপ এবং একটি উইকেট নিয়েছেন অশ্বিন। এছাড়া জসপ্রীত বুমরাহ ৯ ওভার বল করে ১৯ রান দিয়েছেন। মেডেন ওভার রয়েছে ৪টি। আকাশ দীপও ১০ ওভার করে ৪টি মেডেন ওভার নিয়েছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in