প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও কার্যত দুরমুশ করে বাংলাদেশকে পরাজিত করলো ভারত। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। উল্লেখযোগ্যভাবে কানপুর টেস্টে দু’দিন খেলা না হওয়া সত্ত্বেও ঝোড়ো গতিতে খেলে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে এল রোহিত বাহিনী।
কানপুর টেস্টের প্রথম দিন প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ রান। ৩৫ ওভারে করা বাংলাদেশের সেই রানের জবাব দিতে ভারতকে অপেক্ষা করতে হয় দু’দিন। কারণ প্রথম দিনের পর বৃষ্টির কারণে পরপর দু’দিন একটি বলও খেলা সম্ভব হয়নি।
চতুর্থ দিনে ভারত ব্যাট করতে নেমে ঝোড়ো গতিতে ২৩৩ রান করে। যশস্বীর ৭২, রোহিতের ২৩, বিরাটের ৪৭, লোকেশ রাহুলের ৬৮ রানের যোগদানে ভারত প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে ৫২ রানে এগিয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশ বাহিনী। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের পক্ষে শাদমান ইসলাম (৫০) এবং মুশফিকুর রহিম (৩৭) ছাড়া কেউই বড়ো রান পাননি। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নেন বুমরাহ, অশ্বিন এবং জাদেজা। অন্য উইকেটটি নেন আকাশদীপ।
জয়ের জন্য প্রয়োজনীয় ৯৫ রান তুলতে ভারত নেয় মাত্র ১৭.২ ওভার। যশস্বী জয়সোয়াল (৫১) এবং বিরাট কোহলী (২৯)-র কাঁধে ভর দিয়ে ৩ ইউকেটের বিনিয়মে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
কানপুর টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যশস্বী। দ্বিতীয় টেস্টে তার মোট সংগ্রহ ১৮৯ রান। ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন অশ্বিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন