IND VS BAN: দ্বিতীয় টেস্টের একদিন আগে চোট পেলেন রাহুল, অভিষেক ঘটবে বাংলার অভিমন্যুর?

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন রাহুল। তাঁর চোট খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।
অভিমন্যু ঈশ্বরণ
অভিমন্যু ঈশ্বরণছবি - সংগৃহীত
Published on

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। তার আগে চোটের খবর ভারত শিবিরে। রোহিত শর্মা চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ছিটকে গিয়েছেন পেসার নভদীপ সাইনিও। এবার চোট পেলেন লোকেশ রাহুল। অধিনায়ক রাহুলের চোট কতটা গুরুতর সে সম্পর্কে বিসিসিআই-এর তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। তবে আগামীকাল তিনি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন রাহুল। তাঁর চোট খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। রাহুলের চোট প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন, "রাহুল চোট পেয়েছে। তবে খুব গুরুতর হয়তো নয়। আশা করছি, ম্যাচের আগে ও সুস্থ হয়ে যাবে। চিকিৎসকেরা নজর রেখেছে। আশা করছি ভাল খবর পাবো।"

রোহিত শর্মা না থাকায় তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর অধীনে ভারতীয় দল ভালো পারফর্ম্যান্সই করছে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মারা নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্গত এই টেস্ট ম্যাচ ভারতের কাছে মহামূল্যবান। রাহুল যদি ছিটকে যায় তবে বড় চাপের মধ্যে পড়তে পারে টিম ইন্ডিয়া।

রাহুলের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে চেতেশ্বর পূজারাকে। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত শতরান করেছেন পূজারা। এছাড়াও রাহুল যদি খেলতে না পারেন তবে এই ম্যাচেই অভিষেক ঘটতে পারে বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের। অভিমন্যু বাংলাদেশে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেন। বাংলাদেশ এ দলকে হারিয়ে সিরিজও জেতেন অভিমন্যুরা। কক্সবাজার ও সিলেটে পরপর দুটি চার দিনের ম্যাচে শতরান হাঁকিয়েছেন বাংলার অধিনায়ক।

অভিমন্যু ঈশ্বরণ
FIFA World Cup 22: মেসির পাশাপাশি কাতারে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন যেসব তারকারা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in