IND vs BAN: আঙুলে চোট, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাকিব আল হাসান

People's Reporter: প্রথম টেস্ট খুব একটা নজর কাড়তে পারেননি অভিজ্ঞ সাকিব। দুই ইনিংসে একটিও উইকেট পাননি তিনি। তাছাড়া দুই ইনিংসে মোট ৫৭ রান করেন তিনি।
সাকিব আল হাসান
সাকিব আল হাসানছবি - বাংলাদেশ ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্টে আঙুলে চোট পান সাকিব। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি খেলতে পারবেন বলে জানা যাচ্ছে।

প্রথম টেস্টে ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ফিরতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তার আগে খারাপ খবর 'টাইগার'দের জন্য। দলের অন্যতম ভরসার মুখ সাকিব অনিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানান, 'সাকিবের চোট রয়েছে। কানপুরে দু'টো সেশন পাওয়া যাবে। অনুশীলনের পরই বোঝা যাবে সাকিব খেলতে পারবে কিনা। তাই আগে থেকে কিছু বলা যাচ্ছে না। চোট গুরুতর হলে বিকল্প কাউকে নামাতে হবে। দলের ফিজিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমাদের।'

প্রথম টেস্ট খুব একটা নজর কাড়তে পারেননি অভিজ্ঞ সাকিব। দুই ইনিংসে একটিও উইকেট পাননি তিনি। তাছাড়া দুই ইনিংসে মোট ৫৭ রান করেন তিনি। ব্যাট করার সময় জসপ্রীত বুমরাহ-র একটি বল সাকিবের হাতে লেগেছিল। তারপরেও ব্যাট করেছিলেন তিনি। কিন্তু বল করার সময় সমস্যা হয় এই অল-রাউন্ডারের।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in