IND vs BAN: দ্রুততম ৫০ ও ১০০ রান, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড 'বিধ্বংসী' ভারতের

People's Reporter: মাত্র ৩ ওভারেই স্কোর বোর্ডে ৫০ রান তুলে ফেলে ভারতীয় দল। তারপর ১১ বল খেলে ২৩ রানে আউট হয়ে যান রোহিত।
ভারতীয় টেস্ট ক্রিকেট দল
ভারতীয় টেস্ট ক্রিকেট দলছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

টেস্ট ক্রিকেটে জোড়া রেকর্ড ভারতীয় দলের। দ্রুততম ৫০ এবং দ্রুততম ১০০ রানের মালিক হলেন রোহিত অ্যান্ড কোম্পানি। বাংলাদেশের বিরুদ্ধে এমনই নজির গড়েছে বিধ্বংসী ভারত।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৩৩ রানে। তারপরই চেনা দলের অচেনা ছন্দে ব্যাটিং দেখতে পান দর্শকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকেন রোহিত এবং যশস্বী। মাত্র ৩ ওভারেই স্কোর বোর্ডে ৫০ রান তুলে ফেলে ভারতীয় দল। তারপর ১১ বল খেলে ২৩ রানে আউট হয়ে যান রোহিত।

এর আগে দ্রুততম শতরান করার রেকর্ড করেছিল ইংল্যান্ড। ২০২৪ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪.২ ওভারে ১০০ রান করেছিল ইংল্যান্ড।

শুধু ৫০ রানই নয় দ্রুততম ১০০ রানও করল ভারতীয় ক্রিকেট দল। ১০.১ ওভারেই স্কোরবোর্ডে শরতরান তুলে ফেলেন ভারতীয় ব্যাটাররা। এর আগে ১২.২ ওভারে ভারতই দ্রুততম ১০০ রান করেছিল। অর্থাৎ নিজেদেরই রেকর্ড ভেঙেছে ভারত।

ভারতের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার করেছে। ৫২ রানের লিড রয়েছে তাদের। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট পেয়েছেন সাকিব এবং মিরাজ।

ভারতীয় টেস্ট ক্রিকেট দল
IND vs BAN: দ্রুততম ২৭,০০০ রানের মালিক বিরাট! ভাঙলেন শচীনের রেকর্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in