IND VS ENG: এজবাস্টন টেস্টের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের, বুমরাহর নেতৃত্বে কেমন করবে ভারতীয় দল?

ইংল্যান্ড যেখানে লড়াকু দল নিয়ে মাঠে নামছে, সেখানে প্রথম একাদশ নিয়েই ধোঁয়াশা রয়েছে ভারতের। রোহিত শর্মাকে নিয়ে ধোঁয়াশা তো লেগেই রয়েছে। বুমরাহর অধিনায়কত্বে ভারত কেমন প্রদর্শন করে সেটাও দেখার।
ভারতীয় দল
ভারতীয় দলছবি সৌজন্যে BCCI টুইটার হ্যান্ডেল
Published on

১ জুলাই অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচ। বৃহস্পতিবার এজবাস্টন টেস্টের জন্য দল ঘোষণা করে দিলো ব্রিটিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলে টেস্টের বিজয়ী দলের এক সদস্য ছাড়া বাকি দশ জনকেই অপরিবর্তিত রাখা হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে। ওভার্টনের জায়গায় বোলিং লাইনআপে একটি পরিবর্তন ঘটিয়ে দলে আনা হয়েছে ব্রিটিশদের পেস বিভাগের প্রধান অস্ত্র জিমি অ্যান্ডরসনকে।

অন্যদিকে, জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই জানিয়ে দিলো রোহিতের জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন বুমরাহ। ঋষভ পান্ত থাকবেন তাঁর ডেপুটি হিসেবে। ভারতীয় দলের ৩৬ তম টেস্ট অধিনায়ক হতে চলেছেন বুমরাহ। পাশাপাশি, কপিল দেবের পর কোনো পেস বোলার ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন।

ঘরের মাঠে নতুন কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম এবং নতুন অধিনায়ক বেন স্টোকসের দল কার্যত উড়িয়ে দিয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে। দুরন্ত ছন্দে রয়েছেন ব্রিটিশ বাহিনী। হেডিংলে টেস্টের দশ জনকে নিয়েই টেস্ট সিরিজ রক্ষার লড়াইয়ে নামবেন বেন স্টোকসরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিলো জিমিকে। তবে ভারতের বিপক্ষে দলে আনা হলো তাঁকে। দলের বোলিং লাইনকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। পাশাপাশি পেস লাইন আপ সামলাবেন স্টুয়ার্ট ব্রড এবং ম্যাথু পটস।

ইংল্যান্ড যেখানে লড়াকু দল নিয়ে মাঠে নামছে, সেখানে প্রথম একাদশ নিয়েই ধোঁয়াশা রয়েছে টিম ইন্ডিয়ার। রোহিত শর্মাকে নিয়ে ধোঁয়াশা তো লেগেই রয়েছে। তার ওপর জসপ্রীত বুমরাহর অধিনায়কত্বে ভারত কেমন প্রদর্শন করে সেটাও দেখার।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশ:

অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারিস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), ম্যাথু পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in