এজবাস্টন টেস্টে ব্রিটিশ বাহিনীর কাছে হারের পর টি-টোয়েন্টিতে দুরন্ত কামব্যাক করলো টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে হার্দিক পান্ডিয়ার দুরন্ত প্রদর্শনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জস বাটলারদের ৫০ রানে হারালো রোহিত বাহিনী। এই জয়ের ফলে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বকালের সবচেয়ে বড় ব্যবধানে জয় পেলো ভারত। এর আগে কোনো দলই ব্রিটিশদের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় অর্জন করতে পারেনি।
করোনা মুক্ত হয়ে বৃহস্পতিবার রাতে ভারতীয় দলে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। সাউদাম্পটনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। রোহিতের ব্যাট অবশ্য বেশিক্ষণ চলেনি। ঝড়ো শুরু করলেও ১৪ বলে ২৪ রান করে ফিরে যান তিনি। অপর ওপেনার ইশান কিষাণ করেন মাত্র ৮ রান।
দ্রুত জোড়া উইকেট হারালেও এরপর দীপক হুডার ১৭ বলে ৩৩ রান এবং সূর্যকুমার যাদবের ১৯ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে রানের ঘোড়া এগিয়ে নিয়ে যায় ইন্ডিয়া। হুডা ফিরে যাওয়ার পর হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নেমে ৩৩ বলে ৫১ রানের এক মহামূল্যবান ইনিংস খেলেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে অর্ধশতরানের পর বল হাতে ৪ উইকেট নিয়ে ব্রিটিশ বাহিনীকে কোণঠাসা করে দেন হার্দিক। ইংল্যান্ডের হয়ে মঈন আলি সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া হ্যারি ব্রুক ২৮ রান এবং ক্রিস জর্ডন ২৬* রানে অপরাজিত ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন