তৃতীয় টেস্টের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু রোহিত শর্মা এবং জাদেজার পার্টনারশিপে আপাতত চালকের আসনে ভারত।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নামে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। ২২ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ১০ বলে ১০ রান করে ফিরে যান যশস্বী। শুবমন নামলেও ৯ বলে শূন্য রান করে ফিরতে হয় তাঁকে। রজত পাতিদার ফেরেন ৫ রান করে।
পরে ভারতীয় ইনিংসের হাল ধরেন রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা। প্রতিবেদন লেখা পর্যন্ত রোহিত শর্মা করেছেন ১৩৮ বলে ৮৭ রান। জাদেজা করেছেন ১০৭ বলে ৫৪ রান। ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান। এছাড়া টেস্টে কেরিয়ারে ২১ তম হাফসেঞ্চুরি করলেন জাদেজা। দুই ব্যাটারের মধ্যে ১০০ রানের পার্টনারশিপও সম্পূর্ণ হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন মার্ক উড। একটি উইকেট পেয়েছেন টম হার্টলে। এছড়া বল করেছেন জেমস অ্যান্ডারসন, জো রুট এবং রেহান আহমেদ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন