কেনিংটন ওভালে ব্রিটিশদের কার্যত শাসন করেই দশ উইকেটে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে জয় তুলে নিয়েছে ইন্ডিয়া। জয়ের কাজটা বল হাতে সেরেই রেখেছিলেন বুমরাহ - শামি জুটি। মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ওপেনিং জুটি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। রোহিত শর্মা অপরাজিত রয়েছেন ৫৮ বলে ৭৬* রান করে। ধাওয়ান অপরাজিত ৫৪ বলে ৩১* রানে।
ওভালে টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে নেমে যে এমন নাস্তানাবুদ হতে হবে তা কার্যত কল্পনাই করতে পারেনি ব্রিটিশ শিবির। শুরুতেই মাত্র ২৬ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। যার মধ্যে জেশন রয়, জো রুট, লেইম লিভিংস্টোন, বেন স্টোকসরা রানের খাতাই খুলতে পারেননি।
প্রথম দশ ওভারের পর মঈন আলি এবং জস বাটলার পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মঈন আলি ১৪ রান করে প্রসীধের শিকার হয়ে ফিরে যাওয়ার পর পরই বাটলার(৩০), ওভার্টনকে ফেরান (৮) শামি।
বুমরাহ-শামির দাপটে মাত্র ২৫.২ ওভারে ১১০ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। যা কিনা ভারতের বিরুদ্ধে তাদের করা সর্বকালের সর্বনিম্ন স্কোর। ২০০৬ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে ১২৫ রানে অল আউট হয়ে গিয়েছিলো ইংল্যান্ড। এতদিন সেটাই ছিলো ইন্ডিয়ার বিরুদ্ধে ব্রিটিশদের সর্বনিম্ন ওডিআই স্কোর।
ভারতের হয়ে এই ম্যাচে বল হাতে অনবদ্য প্রদর্শন করলেন বুমরাহ-শামি জুটি। আগুন ঝরানো স্পেলে ম্যাচের সব রং কেড়ে নিয়েছেন তাঁরা। বুমরাহ ৭.২ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন ৬ টি উইকেট। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এছাড়াও একটি উইকেট নিয়েছেন প্রসীধ কৃষ্ণা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন