IND VS ENG: ইংরেজ সমর্থকদের বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়রা! তদন্তের আশ্বাস এজবাস্টন কর্তৃপক্ষের

এজবাস্টনে ইংরেজ সমর্থকদের এই বর্ণবিদ্বেষ মূলক আচরণের পর মুখ খুলেছেন ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক। তিনি ট্যুইটে লেখেন, "এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।"
ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী কটাক্ষ
ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী কটাক্ষছবি - ট্যুইটার
Published on

'ভদ্রলোকের খেলা' ক্রিকেটের জন্ম হয়েছে ব্রিটিশদের হাত ধরেই। তবে ভদ্রলোকের খেলায় কতোটা ভদ্রতা অবশিষ্ট আছে তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের এজবাস্টন টেস্টে। মাঠের মধ্যে দুই দলের সৌজন্য বজায় থেকেছে। কিন্তু গ্যালারির মধ্যে ঘটেছে এক নিন্দনীয় ঘটনা। এজবাস্টন টেস্ট চলাকালীন ভারতীয় সমর্থকদের শিকার হতে হয়েছে বর্ণবিদ্বেষের।

ব্রিটিশ সমর্থকদের একাংশ ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী কটাক্ষ করতে থাকেন বলে অভিযোগ উঠেছে। অকথ্য ভাষার প্রয়োগও করেছেন ইংরেজ সমর্থকরা। চতুর্থ দিনে খেলা দেখতে যাওয়া অনেক ভারতীয় সমর্থক সোশ্যাল মিডিয়াতে এই অভিযোগ করেছেন। ঘটনার ভিডিও প্রকাশ করেছেন তাঁরা। এইসব কান্ড চলাকালীন মাঠের নিরাপত্তারক্ষীরা কোনোরকম ব্যবস্থা নেয়নি। একাধিকবার নিরাপত্তারক্ষীদের অভিযোগ জানালেও তাঁরা এবিষয়ে কোনোরকম কর্ণপাত করেননি বলেও অভিযোগ উঠেছে।

এজবাস্টনে ইংরেজ সমর্থকদের এই বর্ণবিদ্বেষ মূলক আচরণের পর মুখ খুলেছেন ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার আজিম রফিক। তিনি ট্যুইটে লেখেন, "এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।" এই ট্যুইটের সঙ্গে একটি লিঙ্কও যোগ করেন তিনি। কীভাবে ভারতীয় সমর্থকরা বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন তা নিয়ে একাধিক ট্যুইট রিট্যুইট করেন।এই ঘটনা সামনে আসার পরেই ক্ষমা চেয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন এজবাস্টন কর্তৃপক্ষ।

এজবাস্টনের চিফ এক্সিকিউটিভ স্টুয়ার্ট কেইন বিবৃতি প্রকাশ করে বলেন, "এজবাস্টনকে সবার জন্য একটি নিরাপদ স্থান বানানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এই আবহে আমি এই রিপোর্টগুলি দেখে হতবাক হয়েছি। যে ভদ্রলোক এই অভিযোগ তুলেছেন, আমি ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে কথা বলেছি। স্ট্যান্ডের সেই স্থানে যে স্টিউয়ার্ডরা ছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলছি আমি। এজবাস্টনে কাউকে কোনও ধরনের অপব্যবহারের শিকার হতে হবে না। একবার আমরা সমস্ত তথ্য পেয়ে গেলে আমরা নিশ্চিত করব যাতে এই সমস্যাটি দ্রুত সমাধান করা যায়।"

ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী কটাক্ষ
Wimbledon: অল ইংল্যান্ড ক্লাবে প্রথমবার মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in