IND VS ENG: ঋষভের পর সেঞ্চুরি হাঁকালেন জাদেজা, ৪১৬ রানে থামলো ভারতের প্রথম ইনিংস

অধিনায়ক জসপ্রীত বুমরাহ ১৬ বলে ৩১* রান করে অপরাজিত। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মেরেছেন ভারত অধিনায়ক।
ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা
ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজাছবি - BCCI ট্যুইটার
Published on

ধুঁকতে থাকা ভারতীয় দলকে গতকাল দায়িত্ব নিয়ে টেনে তুলেছিলেন ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে এই জুটি যোগ করছিলেন ২২২ রান। ভেঙেছেন একাধিক রেকর্ড। ওয়ান ডে স্টাইলে ১১১ বলে ১৪৬ রানের ভয়-ডর হীন ক্রিকেট খেলে গতকাল আউট হয়েছিলেন পান্ত। আজ তাঁর সঙ্গী জাদেজাও পূর্ণ করলেন শতরান। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪১৬ রান সংগ্রহ করলো টিম ইন্ডিয়া।

গতকাল প্রথম দিনের খেলা শেষে ৮৩ রানে অপরাজিত ছিলেন জাদেজা। দ্বিতীয় দিনে খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই শতরান জুড়লেন তিনি। ১৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮৩ বলে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকালেন জাদেজা। শতরান জোড়ার পরেই ব্যক্তিগত ১০৪ রানে অ্যান্ডরসনের শিকার হয়ে ফিরে যান জাদেজা।

এজবাস্টনে প্রথম দিনে শুবমন (১৭), পূজারা (১৩), হনুমা (২০), বিরাটদের (১১) ভরাডুবির পর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন পান্ত এবং জাদেজা। ব্রিটিশ বোলারদের চোখে চোখ রেখে শাসন করে গতকাল শতরান জোড়েন ঋষভ। যা দেখে ডাক আউটে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন স্বয়ং রাহুল দ্রাবিড়। ঋষভের পাশাপাশি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিলেন জাদেজা। শনিবার বিদেশের মাটিতে বহু কাঙ্খিত প্রথম শতরানটি পেয়ে গেলেন তিনি।

প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছে ৪১৬ রান। অধিনায়ক জসপ্রীত বুমরাহ ১৬ বলে ৩১* রান করে অপরাজিত। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি মেরেছেন ভারত অধিনায়ক।

ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা
Wriddhiman Saha: পেয়ে গেলেন নো অবজেকশন সার্টিফিকেট, আনুষ্ঠানিক ভাবে বাংলা ছাড়লেন ঋদ্ধিমান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in