ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। বুধবারও তাঁর করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। লোকেশ রাহুল আগেই ছিটকে গিয়েছেন চোটের কারণে। তাই রোহিত এবং রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। বোর্ডের তরফ থেকে এক কর্মকর্তা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিষয়ে জানিয়েছেন।
১ জুলাই থেকে শুরু হতে চলা এজবাস্টন টেস্টে রোহিত দলকে নেতৃত্ব দিতে পারবেন কিনা তা স্পষ্ট ছিলোনা। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচে ভারত যে নতুন নেতা পেতে পারে তার অনুমান করা হয়েছিলো আগেই। বুধবার বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজের শেষ তথা পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত জসপ্রীত বুমরাহ। বুমরাহকে টিম মিটিংয়ে এই দায়িত্বের কথা জানানোও হয়েছিলো। রোহিতের করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর বুমরাহর কাঁধে যে দায়িত্ব উঠছে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।
রোহিত শর্মা আপাতত টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন। ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ইতিমধ্যেই অধিনায়ক রোহিতের কভার হিসাবে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।
শেষ ১২ মাসে ভারতীয় দলকে এর আগে নেতৃত্ব দিয়েছেন ৬ জন। এনারা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া। এই তালিকায় এবার যুক্ত হলো বুমরাহর নাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন